ওয়া ‘আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারাকা-তুহু।
বিসমিল্লা-হির রহমা-নির রহীম।
জবাবঃ
https://ifatwa.info/94696/
নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
অন্যর
মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না।
হযরত
ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس
قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ
"
নবী
কারীম সাঃ বলেনঃ "কোন মুসলমানের জন্য
অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (তালখিসুল
হাবীর-১২৪৯)
আরো
জানুন- https://www.ifatwa.info/3747
সুপ্রিয়
প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু আপনার দাদা আপনার বাবা ও চাচাকে
ঐ জমি দান করে দিয়ে গিয়েছেন ও তাদের দুজনের নামে লিখে দিয়েছেন। তাই এই জমির মালিক একমাত্র
আপনার বাবা ও চাচা। তেমনী ঐ জমির মালিক আপনার সেজো চাচা।
তাই এই জমিগুলো বিক্রয় করলে এর টাকা আপনার বাবার
ও চাচার মালিকানায় থাকবে।
তবে যদি আপনার বাবা ও চাচা নিজের ইচ্ছায় অন্যদেরকে অর্থাৎ অন্যান্য
ভাই-বোনদেরকে দিতে চাই তাহলে ভিন্ন কথা। এটা দিতে পারবেন।