আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু
যদি ভুল কিছু বলে থাকি শুরুতেই আফওয়ান
বেশ কয়েকমাস ধরে আমাদের পরিবারে আয়ের বারকাহ পাচ্ছি না মনে হচ্ছে। আগে আমার বাবা একমাত্র উপার্জনক্ষম ছিলেন। এখন আমার ভাই ও উপার্জন করে আর উপার্জন মাশা আল্লাহ আগের তুলনায় প্রায় দ্বিগুণ ( আলহামদুলিল্লাহ , সকল উপার্জন হালাল)। কিন্তু, এসবের মধ্যে বেশ আর্থিক টানা পড়োন মনে হচ্ছে যেন কমানোই যাচ্ছে না।
আমার বাসায় দুটো বিড়াল আছে , আমার পরিবারের সবাই বেশ যত্ন নেয় পাশাপাশি বেশ পরিচর্যা করা থেকে অসুস্থতায় ডাক্তার দেখানো সবই করে। যারা আমাদের বাসায় এসে তাদের অনেকেই ব্যাপারটাকে ভালো চোখে দেখে না। অনেকে সহ্য করতেও পারে না। আমার কখনো মনে হয় যে বিড়ালের পেছনে আমাদের অর্থ ব্যয় করাটাকে অনেকে ভালো চোখেই দেখে না।
আরেকটা ব্যাপার হলো যে আমার পরিবার চেষ্টা করে নিজেদের হেফাজতে রাখার পেছনে যথাযথ অর্থ ব্যয় করার, আত্মীয়দের যথাযথ হক আদায়ের চেষ্টাও করে।
চার বছর ধরে মায়ের অসুস্থতা..
আমি কোনোভাবেই কোনো কিছু মেলাতে পারছি না। কিছুদিন ধরে বারবার মনে হচ্ছে আমাদের পরিবারের উপর নজর পড়েছে কিনা। আমি কিছুটা ঘাটাঘাটি করে এমন কিছু খুঁজে বের করার চেষ্টাও করেছি। কিন্তু কোনো সমাধান পাচ্ছি না। নজর লাগা তো সত্যি।
যদি কোনো আমল থাকলে ইন শা আল্লাহ্ জানাবেন। অতিরিক্ত চিন্তা করে মা ও অসুস্থ হয়ে যায় আরও। যদি সব বিষয় পর্যালোচনা করে কোনো নসীহা, আমল জানাতেন তাহলে মুনাসিব হয়।
জাযাকাল্লাহু খইর