আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
স্বপ্ন দুইটা দেখেছে আমার পরিচিত একজন। তিনি এর ব্যাখ্যা জানতে চেয়েছেন। স্বপ্ন দুইটি এমন ছিলো :
১- আমি এমন এক জায়গায় গিয়েছি,যেখানে পুরোটা সবুজ বাগান।গাছপালা।
সেখানে সাথে শুধু আমার কাছের একজন বোন,যে আমায় খুবই ভালোবাসে।আমার শুভাকাঙ্খী।
সেই বাগানে গিয়ে আমি খুবই খুশি হই,আর পুরো বাগানে শুধু একটা ঘরের মতো,সেখানে একটা'ই ফুল।
আমি ফুলটা গিয়ে ছিড়তে চেষ্টা করি,কিন্তু আমার আপু মানা করে।এতটুকুই।
সপ্নটা রাতে দেখেছি।
২য় স্বপ্ন :
সপ্নটা দুপুরে দেখেছি, আনুমানিক দুপুর ১২ টা এমন হবে।
আমাকে আমার এক পরিচিত মেয়ে মার্কেটে নিয়ে যায়, জামা কিনে দেওয়ার জন্য।
আমি অনেকগুলো জামা দেখি,শেষে আমাকে লাল রঙের একটা বড় জামা কিনে দেয়।
ঠিক তারপরেই,আমি একজন ব্যক্তিকে দেখি লাশ অবস্থায়, সাদা কাপড়ে।
যে ব্যক্তির সাথে একটা সময় বিয়ে হওয়ার কথা ছিল।
কিন্তু অনেকগুলো কারনে আর বিয়ে হয়নি।