আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
মুফতি ইমদাদুল হক হুজুরের কাছে প্রশ্ন।
১. আমার বোন জামাই কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। এখন আমার বোনের ইদ্দতের সময় শেষ হওয়ার পরও যতদিন ইচ্ছা ততদিন কি শ্বশুরবাড়িতে থাকতে পারবে যদি শ্বশুরবাড়ির লোকরা থাকতে অনেক অনুরোধ করে।
২.ইদ্দতের পরে যতদিন শ্বশুরবাড়িতে থাকবে ততদিন খরচ আমাদের বহন করতে হবে নাকি তাদের দিতে হবে যেহেতু তারা রাখতে চাচ্ছে।
৩. বোন ভগ্নিপতির একটিই সন্তান, তিন বছর বয়স ও মেয়ে। ইদ্দতের পরে শ্বশুরবাড়ি থেকে চলে আসলে সন্তানকে কি বোন নিয়ে আসতে পারবে? সন্তানকে কি বাকি জীবন নিজের কাছে রাখতে পারবে?
৪. বোনকে অন্য কোথাও বিয়ে দেওয়ার জন্য পাত্রের খোজ করা কি ইদ্দতের পরে শুরু করতে হবে নাকি ইদ্দতের মধ্যে খোজ করা যাবে।
৫. জামাতে চার রাকাআত নামাজের তিন রাকাআত ছুটে গেলে পরবর্তীতে একা পড়ার সময় প্রথম রাকাআতে বৈঠক দিতে ভুলে গেলে কি দ্বিতীয় রাকাআতে দিতে হবে? নাকি বাকি নামাজ যথারীতি আদায় করে সাহু সিজদা দিতে হবে?