আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমার স্বামী সকালে সাড়ে ৭টায় বাসা থেকে কাজে বের হয়, আরেকবার বাসায় আসে রাত ১১ টায়। তিনি একটি প্রাইভেট কলেজে শিক্ষকতা করেন এবং ব্যাচে ছাত্রদের পড়ান। মাঝখানে এক ঘন্টার জন্য আসেন। দুপুরের খাওয়া ও কিছুক্ষণ ঘুমান/বিশ্রাম নেন। এই সময়টাও খাওয়া বা বিশ্রামের বাইরে তিনি ফাক পেলেই মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন৷ আবার রাতে বাসায় এসেও কাজ/শিক্ষকতার পড়াশোনা নিয়ে ফোন/ল্যাপটপে ব্যস্ত থাকেন। আমি বুঝি তার কাজ, সবসময় তাকে বিরক্ত করিনা৷ কিন্তু আমি একটা মানুষ, আমার অনেক সময় কথা বলতে ইচ্ছে করেছে। আমার সারাদিনের বিভিন্ন কথা থাকে যেগুলো শেয়ার করতে ইচ্ছে করে।
মাঝে মাঝে কথা বলতে গেলেও সে বেশিরভাগই দায়সারা রেসপন্স করে, আবার কখনো বা ৩/৪ বার বললেও কথার উত্তর পাইনা। পরে চিৎকার করে উঠলে বা রেগে গেলে বলে, কি বলছো শুনিনাই। কথার উত্তর কি সাথে সাথেই দিতে হবে? সারাদিন পরিশ্রম করে এসে এসব ভালো লাগেনা এরকম নানান কথা বলে।
অনেক সময় হয় যে, তার হাতে ফোন নেই। কিন্তু আমি কথা বলছি সে অন্যমনস্ক, বা বাচ্চার সাথে এমনভাবে ব্যস্ত যেন আমি কিছু বলিইনি। অথবা এমনিই বিভিন্ন এক্টিভিটি এমনভাবে করতে থাকে যেন তাকে কেউ কিছু বলছেইনা। পরে যদি জিজ্ঞেস করি, আমি কি কিছু বলছি তোমাকে? তাহলে কখনো বলে, শুনিনাই আরেকবার বলো। কিংবা কখনো এমনভাবে উত্তর দেয় যে উত্তর শুনলে মনে হয় কোনভাবে দায়সারা উত্তর দিয়ে যেন বাচে।
উস্তায, আমি একজন মানুষ। যে আমি বিয়ের পর বান্ধবীদের কটু কথার জন্য সবাইকে ছেড়েছি। কারো সাথে অনলাইন, অফলাইন কোন যোগাযোগ নাই। আত্মীয়স্বজন রা টক্সিক তাই বিশেষ খোজখবর ছাড়া খুব বেশি কথা হয়না। আমার জীবনে এই একজন মানুষ, আর আমার বাবা,মা, ভাই। সারাদিন কথা বলার মত আমার দুইটা মেয়ে আর স্বামী।
আমার আবেগ,অনুভূতি, ভালো মন্দ সব বলার মত আমার একজনই মানুষ। আমি বাসা থেকে মাসেও একবার বের হইনা। বাবার বাসাতেও সচরাচর যাই না, ফোনে কথা হয় টুকটাক।
সারাদিন সংসার,বাচ্চা সামলানোর পর যেটুকু সময় থাকে আইওএম এর পড়াশোনা করি। সে যেই সময়টা বাসায় থাকে সে সময় অন্য কিছু করিনা। তার সাথে এটা ওটা বলতে ইচ্ছে করে। কিন্তু সে বেশিরভাগ সময়ই উপরে উল্লেখিত বিবরণের ন্যায় আচরণ করে।।। যার ফলে আমি প্রায়ই রেগে যাই, চিৎকার চেচামেচি করি কিন্তু তার আচরণ কখনোই পরিবর্তন হয় না। আমি চাই তার এই আচরণ টা ইগ্নোর করতে। কিন্তু আমি সবসময় পারিনা।
আমার প্রশ্ন হচ্ছে,
১. আমি নিজেকে কিভাবে এই ব্যাপারে সহনশীল করতে পারি আমাকে একটু নাসীহা যদি করতেন, খুব উপকার হয়। কারণ ১১ বছরে তাকে আমি বদলাতে পারিনি। এবার আমি সত্যিই ক্লান্ত। আমার এসব নিয়ে ঝগড়া করতে আর ভালো লাগেনা।
২. সারাদিন তিনি পরিশ্রম করে বাসায় আসার পর আমার তার সাথে কথা বলতে চাওয়াটা কি অযৌক্তিক? আমার কি তাঁকে স্পেইস দেওয়া উচিত সেসময়? প্রতিদিন বা সমসময়?
৩. তিনি আমার কথার রেস্পন্স করেন না/কম করেন কারণে আমি যদি তিনি বাসায় আসার পর তার কাজগুলো সেরে দিয়ে নিজের কাজে চলে যাই, যেমন সংসার বা বাচ্চাদের কাজ করি তাহলে কি তার হক নষ্ট করা হবে?
জাঝাকিল্লাহু খইরন ওয়াল আখিরহ উস্তায। এলোমেলো ভাবে বলার জন্য দুঃখিত।