আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমার স্বামী আমার বাবার বাড়ির কাওকে পছন্দ করেন না, কিছু ব্যাক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে। সে আমি আমার বাবার বাড়িতে আসা যাওয়া করি একদম অপছন্দ করেন, আমি এখেত্রে অনুমতি চাইলে দেয় না, তাই আমি কখনো কখনো না জানিয়ে চলে আসি। পরবর্তীতে উনি জানতে পারলে রাগ করে, কথা বলা বন্ধ করে দেয়।
আমাকে বলে, স্বামীর অপছন্দের কাওকে ঘরে ঢুকতে দেওয়া যাবে না, এইটা হাদীসে আছে।
তাই বলে কি নিজের বাবা মায়ের সাথে এমন করা যাবে???
বাবার বাড়িতে এভাবে না জানিয়ে আসা যাওয়া করাতে কি গুনাহ্ হবে?
কি করণীয় আমার?
জাজাকাল্লাহু খায়রান।