ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)সালাতের সময় বায়ু প্রস্রাবের রাস্তা দিয়ে না পেছন দিয়ে বের হয়েছে, এ নিয়ে সন্দেহ হলে তাহাররি করতে হবে। কোনো সিদ্ধান্তে পৌছতে সক্ষম না হলে নামাযে কোনো সমস্যা হবে না।
বিঃদ্রঃ
প্রস্রাবের রাস্তা দিয়ে বায়ূ নির্গত হলে অজু ভঙ্গ হবে না।
لما في الفتاوی الهندیة:
وَالرِّيحُ الْخَارِجَةُ مِنْ الذَّكَرِ وَفَرْجِ الْمَرْأَةِ لَاتَنْقُضُ الْوُضُوءَ عَلَى الصَّحِيحِ إلَّا أَنْ تَكُونَ الْمَرْأَةُ مُفْضَاةً فَإِنَّهُ يُسْتَحَبُّ لَهَا الْوُضُوءُ. كَذَا فِي الْجَوْهَرَةِ النَّيِّرَةِ.(كتاب الطهارة، الْفَصْلُ الْخَامِسِ فِي نَوَاقِضِ الْوُضُوءِ، ١ / ٩، ط: دار الفكر)
(২) কারো গীবত করার পর ঐ ব্যক্তির নিকট সেই গীবতের সংবাদ না পৌছলে, শুধুমাত্র আল্লাহর কাছে তাওবাহ করলেই হবে।
(৩) ভুলে গীবত শুনে নিলে, শুধুমাত্র আল্লাহর কাছে তাওবাহ করলেই হবে।
(৪)
(৫) প্রশ্নের বিবরণমতে আপনি, সঠিক মনে হওয়া উত্তরটা লিখতে পারবেন।
(৬)বাসার বাহিরের মত বাসার ভিতরে গায়রে মহরামদের সামনে পরিপূর্ণ পর্দা করার নিয়ত করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।এবং তাহজ্জুদের নামায পড়ে আল্লাহর কাছে দু'আ করতে হবে।
(৭) ইসলামে কন্ঠের পর্দাদা হুকুম কি?