আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
135 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (13 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ

(১)সালাতের  সময় বায়ু প্রস্রাবের রাস্তা দিয়ে না পেছন দিয়ে বের হয়েছে এ নিয়ে সন্দেহ হলে করণীয় কি?

(২)মনের অজান্তেই আওড়িয়ে অনেকের ব্যাপারে কুধারণা বা গীবত বা অপবাদ করে বা দিয়ে  ফেললেও কি তার কাছে বারবার মাফ চাইতে হবে?কেননা অনেক সময় এরকম হয় বারবারই ভুলে গীবত করে ফেলি। এক্ষেত্রে যখন বুঝতে পারব যে গীবত বা হক নষ্ট হয়ে গেছে সাথে সাথে যদি আল্লাহর কাছে মাফ চাই ও তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, তাহলে কি হবে?বারবার মাফ চাইতে গেলে সে বিরক্ত হওয়ার পাশাপাশি ফ্যাসাদ সৃষ্টি হওয়ার ও আশঙ্কা থেকে যায়।

৩)২ নং এর ক্ষেত্রে  গীবত ভুলে  শোনার ব্যাপারেও কি একই হুকুম?

৪)জালিম শাসক যেমন বর্তমানে সবাই শেখ হাসিনা ও তার দলবল, ইসরাইল নিয়ে খারাপ কথা ও হাসি তামাশা করছে। এখন এরকম জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বললে যেগুলো তার সামিনে বলতে পারবোনা, তাহলে গীবত হবে?আবার তোফাজ্জল এর কাহিনী নিয়ে দোষীদের ব্যাপারে তাদের দোষ সম্পর্কে বলা কি গীবতের আওতাভুক্ত?

৫)পরীক্ষার হলে কেউ একজন অন্য একজন কে একটা প্রশ্ন এর উত্তর জোরে বলে দিল যেটা আমার কানেও আসলো।এখন আমি হয়তো সেই প্রশ্নের উত্তর নিয়ে চিন্তা করছি, আমার মাথায় তখনো উত্তর টা আসেনি কিন্তু আসার সম্ভাবনা আছে। এখন তাদের কথা শোনার পরই যদি আমার উত্তর টা মনে পড়ে যায় বা মনে হয় আমারটা ভুল এটাই সঠিক। তখন কি আমি সঠিক মনে হওয়া উত্তরটা লিখতে পারবো, ইনশাআল্লাহ?
৬)বর্তমানে যারা পর্দা করে সবাই বাহিরে বোরখা, পা মোজা,হাত মোজা পড়লেও বাসায় গাইরে মাহরাম দের সামনে শুধু হিজাব নিকাব বা ফরজ টুকু ঢাকে।এখন আমি চাচ্ছি সবার সামনে একই রকম পর্দা করতে (চোখ ঢাকা সহ)। এক্ষেত্রে আমি যেন এই কাজ সঠিক ভাবে করতে পারি সেই ব্যাপারে আমাকে নাসীহাহ করবেন, মিন ফাদ্বলিক।

৭)ইসলামে কন্ঠের পর্দাদা হুকুম কি?
আফওয়ান। অনেক বড় করে ফেলেছি।

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)সালাতের সময় বায়ু প্রস্রাবের রাস্তা দিয়ে না পেছন দিয়ে বের হয়েছে, এ নিয়ে সন্দেহ হলে তাহাররি করতে হবে। কোনো সিদ্ধান্তে পৌছতে সক্ষম না হলে নামাযে কোনো সমস্যা হবে না।

বিঃদ্রঃ
প্রস্রাবের রাস্তা দিয়ে বায়ূ নির্গত হলে অজু ভঙ্গ হবে না।

لما في الفتاوی الهندیة:
وَالرِّيحُ الْخَارِجَةُ مِنْ الذَّكَرِ وَفَرْجِ الْمَرْأَةِ لَاتَنْقُضُ الْوُضُوءَ عَلَى الصَّحِيحِ إلَّا أَنْ تَكُونَ الْمَرْأَةُ مُفْضَاةً فَإِنَّهُ يُسْتَحَبُّ لَهَا الْوُضُوءُ. كَذَا فِي الْجَوْهَرَةِ النَّيِّرَةِ.(كتاب الطهارة، الْفَصْلُ الْخَامِسِ فِي نَوَاقِضِ الْوُضُوءِ، ١ / ٩، ط: دار الفكر)


(২) কারো গীবত করার পর ঐ ব্যক্তির নিকট সেই গীবতের সংবাদ না পৌছলে, শুধুমাত্র আল্লাহর কাছে তাওবাহ করলেই হবে।

(৩) ভুলে গীবত শুনে নিলে, শুধুমাত্র আল্লাহর কাছে তাওবাহ করলেই হবে।

(৪)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2114


(৫) প্রশ্নের বিবরণমতে আপনি, সঠিক মনে হওয়া উত্তরটা লিখতে পারবেন। 

(৬)বাসার বাহিরের মত বাসার ভিতরে গায়রে মহরামদের সামনে পরিপূর্ণ পর্দা করার নিয়ত করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।এবং তাহজ্জুদের নামায পড়ে আল্লাহর কাছে দু'আ করতে হবে।

(৭) ইসলামে কন্ঠের পর্দাদা হুকুম কি?
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1058


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
১ নং এ তাহাররি বলতে কি বোঝানো হয়েছে? 
by (606,750 points)
তাহাররি বলতে সঠিক সিদ্ধান্তে পৌছতে গভীরভাবে চিন্তাভাবনা করা 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...