আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
95 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (23 points)
আমার সৎ মা আমাকে তার সাথে বাজারে যেতে বলছে, উনি বাজারের যাওয়ার সময় খালি বোরকা পরে, হাতে মেহেদি লাগায়, অনেকগুলো আংটি লাগায়, পারফিউম লাগায়, মুখ খোলা, খালি ওড়না পড়ে। উনি অসুস্থ ও। নামাজ পড়েনা বললেও পড়েনা, তাই পর্দার ব্যাপারে বলা হয়না। পর্দা যাতে না করতে হয় সেজন্য অসুখের বাহানা ও দেয় যে, গরম লাগে, মাথা ঘুরায় বলে।
১/এমতাবস্থায় উনার সাথে বাজারে যেতে পারবো? গেলে গুনাহ হবে কিনা?

২/আমার বোনও মাঝে মাঝে তাদের সাথে বাজারে যেতে বলে, যায় ও। তারা খালি বোরকা, মুখোশ পরে, বুক বুঝা যায়, মোটা হওয়ার কারনে পিছনে ও বুঝা যায়, দেখতে খারাপ লাগে, বেশি কিছু বলতে ও পারিনা, বেশি বললে এমন বুঝাতে চায়, মনে হয় যেনো আমি বেশি বুঝি।

তারা মুখোশ পরে, তাদের সাথে যেতে পারবো?

1 Answer

0 votes
by (606,150 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ মূসা আশআরী (রাঃ) কর্তৃক বর্ণিত,
وَعَن أَبي مُوسَى الأَشعَرِي أَنَّ النَّبِيِّ ﷺ قَالَ إِنَّمَا مَثَلُ الجَلِيسِ الصَّالِحِ وَجَلِيسِ السُّوءِ كَحَامِلِ المِسْكِ، وَنَافِخِ الْكِيرِ، فَحَامِلُ الْمِسْكِ: إمَّا أنْ يُحْذِيَكَ، وَإمَّا أنْ تَبْتَاعَ مِنْهُ وَإمَّا أنْ تَجِدَ مِنْهُ رِيحاً طَيِّبَةً وَنَافِخُ الكِيرِ : إمَّا أنْ يُحْرِقَ ثِيَابَكَ وَإمَّا أنْ تَجِدَ مِنْهُ رِيحاً مُنْتِنَةً مُتَّفَقٌ عَلَيهِ
 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ হল, কস্ত্তরী বহনকারী (আতরওয়ালা) ও হাপরে ফুৎকারকারী (কামারের) ন্যায়। কস্তুরী বহনকারী (আতরওয়ালা) হয়তো তোমাকে কিছু দান করবে অথবা তার কাছ থেকে তুমি কিছু খরিদ করবে অথবা তার কাছ থেকে সুবাস লাভ করবে। আর হাপরে ফুৎকারকারী (কামার) হয়ত তোমার কাপড় পুড়িয়ে দেবে অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে।(বুখারী ৫৫৩৪, মুসলিম ৬৮৬০)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি তাদের সাথে উঠাবসাকে সাধারণত সীমিত রাখার চেষ্টা করবেন।যথাসম্ভব তাদের সাতে বাহিরে ঘুরতে না যাওয়াই উচিৎ। হ্যা, নিরুপায় হলে ইস্তেগফার পরে পরে তাদের সাথে যেতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (23 points)
হুজুর আমি ঘরের বড় ছেলে। মা পর্দা করলে বড় ছেলে গুনাহগার হয়, এমনটা শরীয়তের বিধান বলে জানি। উনার সৎ বড় ছেলে হিসেবে কি আমি গুনাহগার হবো বাজারে গেলে?
বা বড় ভাই হিসেবে বোনের সাথে গেলে?
by (606,150 points)
সৎ মা যত দিন আপনার বাবার বিবাহ বন্ধনে থাকবেন, ততদিন আপনার বাবার দায়িত্বে এরপর ঐ মায়ের পুত্র সন্তান মাযের দায়িত্বে থাকবে।  সৎ মায়ের দায়ভার আপনার উপর আসবে। হ্যাঁ, অ্ম

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...