আমার সৎ মা আমাকে তার সাথে বাজারে যেতে বলছে, উনি বাজারের যাওয়ার সময় খালি বোরকা পরে, হাতে মেহেদি লাগায়, অনেকগুলো আংটি লাগায়, পারফিউম লাগায়, মুখ খোলা, খালি ওড়না পড়ে। উনি অসুস্থ ও। নামাজ পড়েনা বললেও পড়েনা, তাই পর্দার ব্যাপারে বলা হয়না। পর্দা যাতে না করতে হয় সেজন্য অসুখের বাহানা ও দেয় যে, গরম লাগে, মাথা ঘুরায় বলে।
১/এমতাবস্থায় উনার সাথে বাজারে যেতে পারবো? গেলে গুনাহ হবে কিনা?
২/আমার বোনও মাঝে মাঝে তাদের সাথে বাজারে যেতে বলে, যায় ও। তারা খালি বোরকা, মুখোশ পরে, বুক বুঝা যায়, মোটা হওয়ার কারনে পিছনে ও বুঝা যায়, দেখতে খারাপ লাগে, বেশি কিছু বলতে ও পারিনা, বেশি বললে এমন বুঝাতে চায়, মনে হয় যেনো আমি বেশি বুঝি।
তারা মুখোশ পরে, তাদের সাথে যেতে পারবো?