ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
عَنْ مُجَاهِدٍ قَالَ كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ فَسَمِعَ صَوْتَ طَبْلٍ فَأَدْخَلَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ ثُمَّ تَنَحَّى حَتَّى فَعَلَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ قَالَ هَكَذَا فَعَلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
(سنن ابن ماجه، کتاب النکاح، باب الغناء والدف، ج:1، ص:613)
মুজাহিদ (রহ.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু ’উমার (রাঃ)-এর সাথে ছিলাম। হঠাৎ তিনি তবলার আওয়াজ শুনতে পান। তিনি তার উভয় কানে তার দু’ আঙ্গুল ঢুকিয়ে সরে পড়েন। তিনি তিনবার এরূপ করলেন। অতঃপর তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করেছেন।(ইবনে মাজা-১৯০১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এটা সন্দেহ পূর্ণ মনে হচ্ছে । ওম এর মতই আওয়াজ মনে হচ্ছে। আবার পরিপূর্ণ ওম এর আওয়াজ মনে হচ্ছে না। তাই এই জাতীয় আওয়াজ তৈরী থেকে বেঁচে থাকাই শ্রেয়।