ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
উসমানীয় খিলাফতে সৈয়দরা সবুজ পাগড়ি ব্যবহারের মাধ্যমে এক
স্বকীয় পরিচয়ের স্বাক্ষর বহন করতেন।
সবুজ রঙ (আরবি: الخضر, প্রতিবর্ণীকৃত:
'al-khdir') ইসলামের বেশ কিছু ঐতিহ্যের সাথে সম্পর্কিত এবং ইসলামে এর বিশেষ
তাৎপর্য রয়েছে। দ্বাদশ শতাব্দীতে শিয়া ফাতিমীরা সবুজ রঙকে রাজবংশের প্রতীক হিসাবে
বেছে নিয়েছিল। এতে তারা সুন্নি আব্বাসীদের ব্যবহৃত কালো রঙের বিরোধীতা প্রকাশ করে।
তাদের পরেও শিয়া আইকনোগ্রাফিতে সবুজ রঙের জনপ্রিয় রয়ে গিয়েছে।
১২৫৩ হিজরিতে,
উসমানীয় সুলতান 'আব্দুল-হামিদ (মসজিদে নববীর) গম্বুজটিকে সবুজ রঙ করার জন্য একটি
আদেশ জারি করেছিলেন। তিনিই প্রথম এটিকে সবুজ রঙ করেছিলেন এবং বর্তমান অবধি যখনই প্রয়োজন
তখনই রঙটি পুনর্নবীকরণ করা হয়েছে।
সূত্র- উইকিপিডিয়া
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উপরোক্ত কিছু কারণে এই
রংয়ের প্রচার-প্রসার বিশ্বব্যাপী বেড়ে গিয়েছে।
তাছাড়া রাসূল সা. সবুজ
রঙের কাপড়ও পরিধান করেছেণ
হাদীস শরীফে এসেছে-
আবূ রিমসাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন,
عَنْ أَبِي رِمْثَةَ،
قَالَ: انْطَلَقْتُ مَعَ أَبِي نَحْوَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ: فَرَأَيْتُ عَلَيْهِ بُرْدَيْنِ أَخْضَرَيْنِ
একদা আমি আমার পিতার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর
নিকট গেলাম। তখন আমি তাঁর পরিধানে দু’টি সবুজ রঙে চাদর দেখেছি।