আসসালামু আলাইকুম উস্তায,,
কারো স্ত্রী,সে বিয়ের আগে দ্বিন পালন করতো,মাদ্রাসায় পড়তো।বিয়ের পর দুই এক বছর দুজনেই ভালোভাবে দ্বিন পালন করে আসছিল। সে সময় তারা শহরে বাসা ভাড়া থাকতো।দু বছর পর গ্রামে ছেলে তার বাবার বাড়িতে চলে আসে এবং সবাই একসাথে থাকা শুরু করে।ছেলের বাবা মা নিজেরা দ্বিন পালনে ততটা আগ্রহী না হলেও ছেলে এবং ছেলের বউয়ের থাকা,খাওয়া,দ্বীন পালনে উৎসাহ এবং কখনও যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে যথেষ্ট সচেতন।
পারিবারিক নানা কারণে তারা দুজনেই দ্বিন থেকে বিমুখ হয়ে যায়।
এমতাবস্থায়, স্ত্রী বলতেছে যে সে যে পরিবারে এসেছে এদের কারণেই তার দ্বিনের আজকে এই অবস্থা।যেহেতু পরিবারের কেউ দ্বিন পালনে তেমন আগ্রহী নয়।
বাট স্বামী বলছে,তোমার দ্বীন তুমি পালন করো,তোমাকে ত কেউ বাধা দিচ্ছেনা বরং তুমিই নিজে দ্বিন পালনে কঠোর হয়ে সবাইকে দাওয়াত দাও তাহলেই ত হয়।
প্রশ্ন হল,,স্ত্রী এই অভিযোগ কতটা শরীয়ত সম্মত?