ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
عَنْ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ عَلَى الْمِنْبَرِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ ".
আলক্বামাহ ইবনু ওয়াক্কাস আল-লায়সী (রহ.) হতে বর্ণিত। আমি ’উমার ইবনুল খাত্তাব (রাঃ)-কে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ কাজ (এর প্রাপ্য হবে) নিয়্যাত অনুযায়ী। আর মানুষ তার নিয়্যাত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশে- তবে তার হিজরত সে উদ্দেশেই হবে, যে জন্যে, সে হিজরত করেছে।]- (সহীহ বোখারী-১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যথাসম্ভব খরচকে কম করাই উচিৎ। অযথা বেহুদা খরচ করা শয়তানের কাজ বলে কুরআনে অভিভুত হয়েছে। যাইহোক, যেহেতু আপনার মাতাপিতা বৃদ্ধ, তাদের জন্য দূরের হোটেল কষ্টদায়ক হবে, তাই আপনি যদি ক্লক টাওয়ারে রুম বুকিং করেন, তাহলে সেটা অনুচিৎ হবে না এবং সওয়াবেও কোমে কমতি হবে না।তবে শর্ত হল, উমরার করার একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জনই হতে হবে। লোকদেখানো বা অহংকার করার নিয়ত থাকতে পারবে না।