বিসমিহি তা'আলা
জবাবঃ-
পর্দার তিনটি স্থর রয়েছে।
(১)সর্বদা ঘরে অবস্থান নেয়া।(২)এক চোখ খোলা লেখে সমস্ত শরীর আবৃত করা(৩)মূখ, কব্জি পর্যন্ত দু হাত,টাখনু পর্যন্ত দু পা খোলা রেখে সমস্ত শরীর আবৃত করা।
প্রথম দু-প্রকার পালন অসম্ভব হলে তৃতীয় প্রকারের উপর আ'মল করা যেতে পারে,এক্ষেত্রে রুখসত রয়েছে। তবে এর পূর্বে প্রথম দুপ্রকার পালনের অসম্ভবতা বাস্তবে প্রমাণিত হতে হবে।নতুবা তৃতীয় প্রকারের রুখসত অর্জিত হবে না।
পর্দা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-572
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ