আসসালামু আলাইকুম। আমার বিয়েতে আমার পরিবারের কেউ রাজি ছিল না। কিন্তু আমার পরিবার জানতো আমার ওই ছেলের সাথে সম্পর্ক আছে। পরবর্তীতে আমি পালিয়ে গিয়ে বিয়ে করি। ছেলের পরিবারের সবাই রাজি ছিল আগে থেকেই। আমার পরিবার বিয়ের ৫ মাস পর মেনে নেয়। আমাদের প্রথমে একজন হজুর দ্বারা বিবাহ পড়ানো হয় তার পরের দিন আবার কোর্ট ম্যারেজ করা হয়। আমার তখন ইসলাম সম্পর্কে নূন্যতম ধারণা ছিল না যায় জন্য এত জঘন্য তম কাজ করেছিলাম নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে। আমি বিগত ১ বছরের বেশি সময় নিয়ে নামাজ কন্টিনিউ করতেছি।নিজেকে দ্বীনের পথে পরিচালিত করতে চাই। আমি এখন ইউটিউবে অনেক ইসলামিক লেকচার শুনি। আর খুজে পেয়েছি বিয়েতে সাক্ষী লাগে। কিন্তু আমার যখন বিয়ে হয় তখন ওই খানে ৬ জন ছিলাম আমি,আমার স্বামী, আমার স্বামীর খালা,আর তার খালাতো ভাই, আর হজুর যিনি আমাদের বিয়ে পড়িয়েছেন। আর একজন লোক যিনি বারান্দায় দাঁড়িয়ে ছিলন আমি যে রুমে কবুল বলি ওখানে ছিলেন না। একটু দূরে বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। আমি বা আমার স্বামী তাকে চিনি না। আমার স্বামীর খালাতো ভাইদের রিলেটিভিট। আমাদের কি বিয়ে হয়ছে? আর তারপরের দিন কোর্ট ম্যারেজ করতে গিয়েছিলাম সাথে ছিল ৬ জন আমার স্বামী, আমি, আমার স্বামীর খালা, আর তার খালাতো ভাই... সাথে আরও একটা লোক ছিল এ লোকটাকেও চিনতাম না আমি বা আমার স্বামী...এই লোক ও নাকি তাদের রিলেটিভ, আর উকিল যিনি কোর্ট ম্যারেজ করান। অচেনা আজানা লোক সাক্ষী থাকতে কি বিবাহ হয়?? আমাদের ২ ভাবেই বিয়ে হয় হজুর দিয়ে আর কোর্ট ম্যারেজ দুই জায়গায় দুই রকম মোহর আনা ধরা হয়। আমার বয়স তখনও ১৮ হয়নি তাও কোর্ট ম্যারেজ করানো হয় কোনো এক ভাবে। বিয়ের পর আরও বড় সমস্যা হয় যেটা আমি গুরুত্ব দেয়নি। এখন যখন আল্লাহর রহমতে নামাজ পড়া শুরু করেছি, কিছু টা হলেও নিজেকে দ্বীনের পথে আনার চেষ্টা করছি আমার মনে এসব নিয়ে অনেক অশান্তি লাগে।আর অশান্তি লাগার কারণ হচ্ছে আমার স্বামী বিয়ের পর দেশের বাইরে চলে যায়। এখনও সে বাইরে। ওনি রাগ করে আমাকে একবার মেসেজে বলেছে Tor moto meyera 100 talak... এভাবে মেসেজ দিছে। আবার এই ঘটনার ৬/৭ মাস পর কিছু কারণ উল্লেখ করে আমি নাকি তার কথা মতো চলি না তাকে সম্মান করি না এইগুলা বলে আমাকে মেসেজ Talak,Talak, Talak দেয়। আমি তখন সিরিয়াস নেয়নি। মাঝে মাঝেই বলে তোমার উপর কোনো দায়দাবি নেই তুমি তোমার রাস্তা ধরো যা মন চাই তাই করো। বিয়ে টা কি হয়ছে আর তালাকও কি হয়ে গেছে? একেক জন একেক কথা বলে যে ৩ তালাক দিলেও ১ তালাক ধরা হয়। কুরআনে সূরা তালাকে দেওয়া আছে ৩ মাস সময় নিয়ে তালাক দিতে হয়। আমার টা নাকি ২ তালাক হয়ছে? কুরআন সুন্নাহ অনুযায়ী আমাকে একটা সমাধান দিবেন দয়া করে। এখন আমার করণীয় কি? আমি আল্লাহর পথে পরিচালিত হতে চায় এসব আমাকে অনেক চিন্তা দেয়। একটু ভুলের জন্য আমি সারাজীবন যিনা করতে পারি। বিয়ে যদি হয়ে থাকে তালাকও হয়ে যায় তাহলে কোর্ট ম্যারেজের জন্য কি আবার কোর্টে যেয়ে কাগজে কলমে সাইন করে ডিভোর্স দিতে হবে? আমার স্বামীর এসব নিয়ে মাথা ব্যাথায় নেই। একদম স্বাভাবিক শুধু ভেতরটা আল্লাহর ভয়ে আমার পুড়ে যাচ্ছে। আমি পারছি না এসব চিন্তা নিতে। আমি কি আবার এই স্বামী কে বিয়ে করতে পারবো যদি আগের বিয়ে না হয়ে থাকে? দয়া করে জানাবেন। আমার করনীয় কি?