ইসলাম সম্পর্কে স্বল্প জ্ঞান সম্পূর্ন কোন নারী কে যদি বিয়ের জন্য পাত্রি হিসেবে পছন্দ করি এবং যেহেতু তার দীনি ইলম ফরজ পরিমাণ নেই তা অর্জনের জন্য ইসলামিক বই উপহার দেই রকমারির মাধ্যমে( সরাসরি নয়) এবং দীনি ইলম অর্জন করার জন্য পরামর্শ দেই ও রিসোর্স শেয়ার করি, মাঝে মধ্যে বলতে মাসে ১ বার বা ২ দুইবার খুবি অল্প সময় এর জন্য সচেতনার সাথে, কথা বলে বা মেসেজ করে যেখানে ফেতনার আশংকা নেই এরুপ পরামর্শ দেয়া বা দীনি জ্ঞান অর্জনে সহায়তা করা কি সিথিল যোগ্য হবে? নাকি এরুপ করা থেকেও সম্পুর্ন বিরত থাকবো?
যেহেতু আমি পাত্রি কে পছন্দ করেছি এবং পাত্রিও আমায় পছন্দ করেছেন।।
যদি তাকে আল্লাহ হেদায়েত দেন তাহলে হয়তো তাকে বিয়ে করার পরিকল্পনা আরও মজবুত হবে অন্যথায় একে এরিয়ে চলবো।।
আলহামদুলিল্লাহ্‌, আমিও দীনি ফরজ জ্ঞান অর্জন করার চেষ্টা করছি, একটি বই পরছি যেখানে ইসলামের সকল বেসিক বিষয় গুলো আছে। যা একজন মুফতি আমায় রেফার করেছেন।
নন মাহারাম ব্যক্তির সাথে কথা বলা জবানের গুনাহ, মেসেজ করা চিন্তা করা সবি গুনাহের অন্তর্ভুক্ত তাই যত টা সম্ভব কথা বলা এবং মেসেজ করা এরিয়ে চলার চেষ্টা করছি ।
তার জন্য হেদায়েত এর দোয়া করি এবং আমি এটা বিশ্বাস করি হেদায়েত আল্লাহ্‌র পক্ষ থেকে আসে।
চিন্তায় ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দেয়ার অনুরোধ রইলো