বিসমিহি তা'আলা
জবাবঃ-
ছবি ভিডিও তৈরী করা পরিস্কার হারাম।এতে কোনো সন্দেহ নাই।এ সম্পর্কে জানতে ভিজিট করুন-974
আপনার স্বামীর মূল কাজ তো হালালই ছিলো।কিন্তু মাঝেমধ্যে ছবি দেয়ার বিষয়টা সমস্যা তৈরী করেছে। ইসলাম কখনো ছবি সম্ভলিত কোনো পেশাকে কখনো গ্রহণ করে না।আপনার স্বামী যেন ছবি না দেয়ার জন্য ক্লাইন্টদের সাথে আপ্রাণ চেষ্টা করেন।
যেহেতু এখানে সিংহভাগ কাজ হচ্ছে হালাল,তাই কেউ কেউ রুখসত দেয়ার চিন্তা ভাবনাও করেছেন।
আমরা এটাই পরামর্শ দেবো যে,
টাকা পয়সার নেহায়ত প্রয়োজন থাকলে পূর্ণ হালাল চাকুরী খোঁজে পাওয়ার পূর্ব পর্যন্ত ইস্তেগফারের সাথে রুখসত দেয়া যেতে পারে।
ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-১৯/৪৭৯ এ বর্ণিত রয়েছে,কোনো চাকুরীর অধিকাংশ বা সিংহভাগ কাজ হলাল হলে সেই চাকুরী বা পেশাকে সম্পূর্ণরূপে হারাম বলা যাবে।আবার খালিছ হালালও বলা যাবে না।
সে হিসেবে এটাই বলা যায় যে, টাকা-পয়সার নেহায়ত প্রয়োজন থাকাবস্থায় পরিপূর্ণ হালাল চাকুরীর সন্ধান পাওয়ার পূর্ব পর্যন্ত রুখসত থাকবে।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ