আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
75 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
edited by
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ

ফাঙ্গাল ইনফেকশনের কারণে ডাক্তার কিছু ঔষধ দিয়েছেন যা রাতে জরায়ু পথে দিতে হয়, সকালে তা স্রাবের মতো করে অনবরত নির্গত হয়।  আমি ফজরে নামাজে দাড়িয়েছি - তো হঠাৎ করে এই কারণে অযু ভেঙে যায়।

আমি মাযুর ক্যাটাগরিতে পড়বো কিনা জানিনা, কারণ আম্মু বলেছে এটা নাকি শুধু সকালেই একটু বেশি নির্গত হয় তারপর স্বাভাবিক হয়ে যায় [জানিনা এটা সত্য কিনা] । আর এভাবে আরো ৬দিন দেয়া লাগবে ঔষধটা।

বাসায় মিস্ত্রি কাজ করছে, যার কারণে আমার কিছুক্ষণ পরপর অযু করা সম্ভব না।

❝১)আর ওসব উরুতে এবং হাঁটুতে লেগে যায় এরজন্য প্রতিবার কোমর থেকে নিচ পর্যন্ত ধুয়ে ফেলতে হবে?
২) ওই ঔষধ গলে গিয়ে যেসব জায়গায় লেগে যাবে তা পবিত্র করে ধুয়ে ফেলতে হবে?
৩) অযু কিভাবে ধরে রাখবো?

উস্তায নামাজ আর কুরআনের কি হুকুম, আমি হিফযের ছাত্রী, এগুলো একটু বিবিধ মাসআলা জানালে মুনাসিব হতো ইং শা আল্লহ❞

1 Answer

0 votes
by (565,890 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

অযু ভেঙ্গে যাওয়ার কারন গুলোর মধ্যে অন্যতম একটি কারন হলো পায়খানা ও পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। যেমন বায়ু, পেশাব-পায়খানা,মযি  ইত্যাদি। [হেদায়া-১/৭]

ইরশাদ হয়েছে,
او جاء أحد منكم من الغاءة

তোমাদের কেউ প্রসাব-পায়খানা সেরে আসলে (নামাজ পড়তে পবিত্রতা অর্জন করে নাও) (সুরা মায়িদা-৬) 

হজরত আব্বাস (রা.) থেকে বর্ণিত। নিশ্চয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 

كل ما يخرج من السبيلين 

শরীর থেকে যা কিছু বের হয়, তার কারণে অজু ভেঙে যায়...। (সুনানে কুবরা লিলবায়হাকি, হাদিস নং-৫৬৮)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(০১)
এক্ষেত্রে উরু থেকে নিয়ে নিচ পর্যন্ত ধুয়ে ফেলতে হবে।

(০২)
হ্যাঁ, ধুয়ে ফেলতে হবে।

(০৩)
আপনার তো পুরো ওয়াক্ত জুড়ে এটা নির্গত হয়না। সুতরাং আপনি মা'যুর নন।

এমন সময়ে নামাজ পড়বেন,যখন এটা নির্গত হয়না। তদুপরি নামাজের মধ্যে নির্গত হলে সাথে সাথে অযু করে এসে বাকি নামাজ আদায় করে নিবেন।

আপনি কুরআন তিলাওয়াত করতে পারবেন,কেননা এটি হায়েজ নয়। 

তবে কুরআন স্পর্শ করে পড়তে গেলে যেহেতু অযু লাগবে,তাই অযু ভেঙ্গে গেলে পুনরায় অযু করে এসে কুরআন স্পর্শ করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 578 views
...