আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
59 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (10 points)
আসসালামু আলাইকুম।। মুহতারাম, আমারদের কিছু জমি আছে। জমিগুলি অন্যের কাছে বর্গা দেওয়া। আমরা জমির সারের খরচ দেই। উৎপাদিত ফসল আমরা অর্ধেক এবং যিনি ফলান তিনি অর্ধেক নেন। উক্ত উৎপাদিত ফসল থেকে কোন উশর দেওয়া হয় না। বিগত আমার জানামতে বা ধারণামতে ওয়াজ নসিহত না থাকার কারণে আমাদের দাদার আমলে হয়তোবা উশোর দেওয়া হয়নি।

বি:দ্র: আমরা এবং আমাদের চাচা দুই ঘর উৎপাদিত ধান বন্টন করে নেই। আমার চাচার ঘরের অবস্থা হলো তারা যদি উশর সম্পর্কে জানে তাহলে তারা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারে কারণ তারা জানে না উশর সম্পর্কে এবং আমি দিনে ফেরার পরও তারা আমাকে নিয়ে অনেক খারাপ ধারণা করেছিল। তাদের মধ্যে দিনের বুঝ একেবারেই কম। এমতাবস্থায় আমার প্রশ্ন
১..বাড়িতে দান বন্টন করার পর আমাদের পরিবারের পক্ষ থেকে কিভাবে কিভাবে ঊশড় আদায় করব?
২.বিগত বছরের ঊষর ক্বাজা কিভাবে আদায় করব?
৩.ধানের পরিবর্তে টাকা দিলে কি উশোর আদায় হয়ে যাবে?

1 Answer

0 votes
by (590,550 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
জমিনের মালিক এবং বর্গাচাষি কৃষক উভয়ের উপর উশর ওয়াজিব হবে। প্রত্যেকে প্রত্যেকের অংশের দশ অথবা বিশ ভাগের এক ভাগ উশর আদায় করবেন।
لما في الدرالمختار مع الردالمحتار :
"والعشر على المؤجر كخراج موظف وقالا على المستأجر كمستعير مسلم: وفي الحاوي وبقولهما نأخذوفي المزارعة إن كان البذر من رب الأرض فعليه، ولو من العامل فعليهما بالحصة."(كتاب الزكوة، باب العشر،ج:2،ص:334،ط:سعيد
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/6219

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) বাড়িতে ধান বন্টন করার পর আপনার পরিবার যতটুকু ধানের মালিক হবে, সেই ধানের দশ অথবা বিশ ভাগের একভাগ ধান উশর হিসেবে সদকা করে নিলেই উশর আদায় হবে।
(২) বিগত বছর সমূহের মধ্যে কোন বৎসর কতটুকু ধানের মালিক আপনারা হয়েছিলেন, আনুমানিক হিসেব করে, দশ বা বিশ ভাগের এক ধানের মূল্য সদকাহ নিলেই হবে।
(৩) ধানের পরিবর্তে টাকা দ্বারাও উশর আদায় করা যাবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...