আসসালামু আলাইকুম।। মুহতারাম, আমারদের কিছু জমি আছে। জমিগুলি অন্যের কাছে বর্গা দেওয়া। আমরা জমির সারের খরচ দেই। উৎপাদিত ফসল আমরা অর্ধেক এবং যিনি ফলান তিনি অর্ধেক নেন। উক্ত উৎপাদিত ফসল থেকে কোন উশর দেওয়া হয় না। বিগত আমার জানামতে বা ধারণামতে ওয়াজ নসিহত না থাকার কারণে আমাদের দাদার আমলে হয়তোবা উশোর দেওয়া হয়নি।
বি:দ্র: আমরা এবং আমাদের চাচা দুই ঘর উৎপাদিত ধান বন্টন করে নেই। আমার চাচার ঘরের অবস্থা হলো তারা যদি উশর সম্পর্কে জানে তাহলে তারা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারে কারণ তারা জানে না উশর সম্পর্কে এবং আমি দিনে ফেরার পরও তারা আমাকে নিয়ে অনেক খারাপ ধারণা করেছিল। তাদের মধ্যে দিনের বুঝ একেবারেই কম। এমতাবস্থায় আমার প্রশ্ন
১..বাড়িতে দান বন্টন করার পর আমাদের পরিবারের পক্ষ থেকে কিভাবে কিভাবে ঊশড় আদায় করব?
২.বিগত বছরের ঊষর ক্বাজা কিভাবে আদায় করব?
৩.ধানের পরিবর্তে টাকা দিলে কি উশোর আদায় হয়ে যাবে?