আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ শায়খ,
https://ifatwa.info/95143/ এই প্রশ্নে একজন বোনের ব্যাপারে জানতে চেয়েছিলাম। যিনি সুদী ব্যাংকের চাকরি ছেড়ে দেন এবং এর পরবর্তীতে ব্যাংক থেকে চাকুরী পরবর্তী বেনিফিট পান। এখন উনি এই অর্থ ব্যাবহারের বিশদ দিক নির্দেশনা ছেয়েছেন। উনার প্রশ্ন নিম্নরুপঃ
১/ উনার ভাই- ভাবী, ভাতিঝাদের পিছনে উক্ত অর্থ খরচ করতে পারবে কিনা? আলহামদুলিল্লাহ্ ! উনার বাবা আল্লাহ্র রহমতে সম্পদ শালী কিন্তু যেহেতু উনাদের সম্পত্তি বাবার জিম্মায় উনাদের ভাই বোনদের ভিতর ভাগ হয় নাই তাই উনার ধারনা উনার ভাই নিসাব পরিমাণ সম্পত্তির মালিক না। (উনার ভাই ভাবীর গাড়ি আছে, ভাবী নিসাব পরিমান সম্পত্তির মালিক হতে পারেন, ভাইয়ের হাতে ক্যাশ টাকা নেই তেমন, বাবার থেকে টাকা নিয়ে বাহিরে পড়াশুনা করছেন, এই টাকা উনি ফেরত দিয়ে দিবেন এই নিয়্যাতে নিয়েছেন। )
২/ উনি আত্মীয় সজনদের বন্ধু বান্ধবদের হাদিয়া দিতে উক্ত অর্থ ব্যয় করতে পারবেন কিনা?
৩/ উনার আম্মার নামে বাবা টাকা রেখেছেন কিন্তু প্রকৃত পক্ষে সেই টাকা উনার মায়ের জিম্মায় না। উনার আম্মা তা থেকে খরচ এর অধিকার রাখেন না। এখন উনার মায়ের মাঝে মাঝে টাকার প্রয়োজন হয় উনি কি উনার মাকে সেক্ষেত্রে সাহায্য করতে পারবেন কিনা?
৪/ ৩ নম্বর প্রশ্নের সুত্র ধরেই উনার আম্মা মাঝে মাঝে উনার কাছে প্রয়োজন মিটাতে কিছু অর্থ ধার চান যা হয়ত উনি কিছু দিন বা সময় পরেই ফেরত দিয়ে দিবেন উনার আম্মাকে কি উনি এই অর্থ থেকে ধার দিতে পারেন? যতটা পারেন মানুষ কে এই অর্থ থেকে সাহায্য করছেন মায়ের সামনেই। কিন্তু উনার নিজের কোন বাড়তি অর্থ নাই। উনার মাকে হেল্প করতে না পারা উনাকে অনেক কষ্ট দেয়। কি করনীয়?
৫/ উনার এক চাচা উনার বাবার উপর নির্ভরশীল, উনাদের বাসায় থাকে। দাদা সম্পদশালী ছিলেন, কিন্তু দাদার মৃত্যুর পর এখনো উনার বাবা- চাচা-ফুপুদের সম্পত্তির ভাগ হয় নি। সেক্ষেত্রে সম্পত্তি উনার চাচা বুঝে পাননি। ঐ অর্থ থেকে কি বোন উনার চাচার পিছনে খরচ করতে পারবে?
৬/ এই প্রাপ্ত অর্থের বাহিরে, বোন নিজে শুধু আড়াই ভরি গহনার গহনার মালিক, উনি নিজে কি যাকাতের হকদার হবেন ? আর ইস্তফা দানের পর প্রাপ্ত বেনিফিটের এই অর্থ থেকে কিছু পরিমান কি নিজের জন্য খরচ করা উনার জন্য জায়েজ আছে? উনার নিজের জ্রুরী আর্থিক প্রয়োজন মিটাবে এমন কেউ নেই।
৭/ উক্ত প্রাপ্ত টাকার যাকাত হবে কিনা?
৮/ বোন দ্বীনের খেদমতের নিয়্যাতে দ্বীনী এবং দুনিয়াবি দুই পড়াশুনা করছিলেন। অর্থাভাবে পড়াশুনা বন্ধ আছে। বর্তমানে এই অর্থ ব্যতীত উনার অন্য কোন অর্থ নাই। এখন উনি এই অর্থ দিয়ে দ্বীনের খেদমতের নিয়্যাতে পড়াশুনা চালায় যেতে পারবেন কি?
জাঝাকুমুল্লাহু খাইরন উস্তাজ