বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আলহামদুলিল্লাহ!
(وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ السَّجْدَةِ الثَّانِيَةِ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ افْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى) وَجَلَسَ عَلَيْهَا وَنَصَبَ الْيُمْنَى نَصْبًا وَوَجَّهَ أَصَابِعَهُ نَحْوَ الْقِبْلَةِ وَوَضَعَ يَدَيْهِ عَلَى فَخِذَيْهِ وَبَسَطَ أَصَابِعَهُ. كَذَا فِي الْهِدَايَةِ وَلَا يَأْخُذُ الرُّكْبَةَ هُوَ الْأَصَحُّ. كَذَا فِي الْخُلَاصَةِ وَإِنْ كَانَتْ امْرَأَةٌ جَلَسَتْ عَلَى أَلْيَتِهَا الْيُسْرَى وَأَخْرَجَتْ مِنْ الْجَانِبِ الْأَيْمَنِ. كَذَا فِي الْهِدَايَةِ.
যখন নামাযি ব্যক্তি দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদা থেকে মাথাকে উত্তোলন করবে, তখন বাম পা'কে বিছিয়ে দিবে, এবং সেই বাম পায়ের পাতার উপর বসবে, এবং ডান পা'কে একেবারে খাড়া করবে, এবং পায়ের আঙ্গুল সমূহকে পশ্চিমমুখী করবে,এবং হাতকে উড়ুর উপর রাখবে,এবং হাতের আঙ্গুল সমূহকে বিস্তৃত করে রাখবে।(হেদায়া) বিশুদ্ধমতানুযায়ী হাটুকে হাতের আঙ্গুল দ্বারা বেষ্টন করে ধরবে না।(খুলাসাহ) মহিলা বাম রানের উপর উসবে,এবং পা' দু'টিকে ডান দিকে বের করে দিবে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৭৫)
(২)
যেভাবে সম্ভব সেভাবেই নামায পড়বে।
(৩)
বাবু দিয়ে বসা দ্বারা আপনি আসলে কি বুঝাতে চাচ্ছেন? সেটা বলবেন।