আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
52 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (50 points)

আসসালামু আলাইকুম হুজুর 
 

১) পূর্বে এই https://ifatwa.info/102202/ ফতোয়া থেকে জানতে পেরেছিলাম হালাল পণ্য দিয়ে এফিলিয়েট মার্কেটিং করতে হবে। ফিজিক্যাল প্রোডাক্ট এর ক্ষেত্রে হালাল পণ্য চেনা সহজ হলেও ডিজিটাল প্রোডাক্ট এর ক্ষেত্রে হালাল পণ্য চেনার উপায় কি? মূলনীতি বললেও হবে।  ডিজিটাল প্রোডাক্ট যেমন: সফটওয়্যার 

 

হুজুর সব সফটওয়্যার কিভাবে কাজ করে তা সম্পর্কে আমার আইডিয়া নেই। তবে সফটওয়্যারগুলো এই ক্যাটগরির আছেঃপ্রোডাক্টিভিটি, ভিডিও, SEO, কনটেন্ট মার্কেটিং রিলেটেড। আমি মূলত APPSUMO এর সফটওয়্যার নিয়ে কাজ করতে চাচ্ছি।


 

২) আর আপনারা এই https://ifatwa.info/102202/ ফাতওয়ায় বলেছিলেন কমিশন নির্দিষ্ট হওয়ার ব্যাপারে। এখন কমিশন নিদিষ্ট বলতে কমিশন স্ট্রাকচার কিরকম হলে কমিশন নির্দিষ্ট হবে? কমিশন নির্দিষ্ট মাপার নীতি টা বললে উপকৃত হতাম। 


 

জাযাকাল্লাহু খাইরান  

1 Answer

0 votes
by (565,890 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

এফিলিয়েট মার্কেটিং হলো কোনো কোম্পানীর পণ্য বিক্রি করে দিয়ে কিংবা বিক্রিতে সহযোগিতা করে সে বিক্রিত মূল্য থেকে একটা কমিশন গ্রহণ করা। অর্থাত কোনো কোম্পানির হয়ে প্রচার করে অর্থ উপার্জনই হলো এফিলিয়েট মার্কেটিং। 
এভাবে ইনকাম করা জায়েজ আছে,
তবে শর্ত হলো, পণ্য হালাল হতে হবে।
আর কমিশনের বিষয়টি নির্দিষ্ট হতে হবে। 
,
যদি পণ্য বা সার্ভিসটি কোন ভাবে হারাম হয়ে থাকে, তাহলে সেখান থেকে উপার্জন করা সম্পূর্ণ নাজায়েজ ও হারাম হবে।

وَلَمْ يَرَ ابْنُ سِيرِينَ، وَعَطَاءٌ، وَإِبْرَاهِيمُ، وَالحَسَنُ بِأَجْرِ السِّمْسَارِ بَأْسًا وَقَالَ ابْنُ عَبَّاسٍ: ” لاَ بَأْسَ أَنْ يَقُولَ: بِعْ هَذَا الثَّوْبَ، فَمَا زَادَ عَلَى كَذَا وَكَذَا، فَهُوَ لَكَ ” وَقَالَ ابْنُ سِيرِينَ: ” إِذَا قَالَ: بِعْهُ بِكَذَا، فَمَا كَانَ مِنْ رِبْحٍ فَهُوَ لَكَ، أَوْ بَيْنِي وَبَيْنَكَ، فَلاَ بَأْسَ بِهِ ” وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «المُسْلِمُونَ عِنْدَ شُرُوطِهِمْ»

ইবনু সীরীন, আতা, ইবরাহীম ও হাসান (রহ.) দালালীর মজুরীতে কোন দোষ মনে করেননি। ইবনু ‘আব্বাস (রা:) বলেন, যদি কেউ বলে যে, তুমি এ কাপড়টি বিক্রি করে দাও।  এতো এতো এর উপর যা বেশী হয় তা তোমার, এতে কোন দোষ নেই। ইবনু সীরীন (রহ.) বলেন, যদি কেউ বলে যে, এটা এত এত দামে বিক্রি করে দাও, লাভ যা হবে, তা তোমার, অথবা তা তোমার ও আমার মধ্যে সমান হারে ভাগ হবে, তবে এতে কোন দোষ নেই। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমগণ তাদের পরস্পরের শর্তানুযায়ী কাজ করবে। (সহীহ বুখারী-১/৩০৩)

বিস্তারিত জানুনঃ
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
প্রশ্নে যে ডিজিটাল প্রোডাক্ট এর কথা উল্লেখ রয়েছে,এগুলো হালাল হারাম উভয় কাজেই ব্যবহার করা যায়।

উক্ত প্রোডাক্ট এর এফিলিয়েট মার্কেটিং করা যাবে।

(০২)
পূর্বের প্রশ্নে উল্লেখ রয়েছেঃ-
"আমার এফিলিয়েট লিঙ্ক থেকে সেল আসলে সেক্ষেত্রে কোম্পানি আমাকে কমিশন দিবে"

★সুতরাং আপনার এফিলিয়েট লিঙ্ক থেকে সেল আসলে সেক্ষেত্রে কোম্পানি আপনাকে যে কমিশন দিবে,এই কমিশন কত টাকা,
তাহা নির্দিষ্ট রাখতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...