বর্তমানে আমি নার্সিং এর ৪ বছরের পড়াশুনা শেষ করে ইন্টার্নশীপ শুরুর পর্যায়ে আছি। এবতাবস্থায় পরিবারের কেউ এটা মেনে নিচ্ছে না যে আমি এখানে পড়াশুনা ছেড়ে দিব।
দ্বীনি বুঝ না থাকার কারণে অলরেডি আমি নার্সিং এ চার বছর পড়াটা শেষ করছি। কিন্তু বর্তমানে দ্বীনের বুঝ আসতে শুরু করায় আমার মনে হইছে ইন্টার্নশিপ করা ঠিক হবে না। কিন্তু পরিবারের ঝামেলা সব মিলিয়ে আমি সিদ্ধান্ত নিতে পারছিনা। সবার বিরোধিতা করে আমার কি নার্সিং থেকে বেরিয়ে যাওয়া উচিত নাকি আর ৬ মাসের ইন্টার্নশিপ শেষ করা উচিত??
এমতাবস্থায় আমার উক্ত প্রশ্নের উত্তর জানতে পারলে আমার জন্য সিদ্ধান্ত নেওয়া টা সহজ হবে ইনশা আল্লাহ।
বি. দ্রঃ ইতিমধ্যে আমি নার্সিং এ পড়া ও পর্দা বিষয়ক প্রশ্ন করে উওর পেয়েছিলাম আলহামদুলিল্লাহ।