বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
জ্বী ঠিক আছে
(২)
জান্নাতের সু-সংবাদ প্রাপ্ত দশ সাহাবী ব্যতীত আরো অনেক জান্নাতে যাবে।কেননা এই দশ ব্যতীত রাসূলুল্লাহ সাঃ আরো অনেকের ব্যাপারে জান্নাতের সু-সংবাদ দিয়ে গেছেন।যেহেতু একটি হাদীসে দশজন সাহাবীর নাম এসেছে,তাই এ দশজন সাহাবী জান্নাতি হিসেবে প্রসিদ্ধি লাভ করেছেন।
এ দশজন ছাড়া হামযা বিন আব্দুল মুত্তালিবও জান্নাতে যাবেন,এবং বেলাল ইবনে আবি রাবাহ সহ আরো অসংখ্য সাহাবাদের সম্পর্কে জান্নাতের সু-সংবাদ রয়েছে।তারা জান্নাতে যাবেন।
হযরত হামযা রাযি সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ বলেন,
قال رسول الله ﷺ: (سَيِّدُ الشُّهَدَاءِ حَمْزَةُ بن عَبْدِ الْمُطَّلِبِ) رواه
হামযা ইবনে আব্দুল মুত্তালিব শহীদদের সর্দার।(মুসতাদরাকে হাকীম-৪৮৮৪,তাবারানি-কাবির-২৯৫৮)
বেলাল ইবনে আবি রাবাহ সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ বলেন,
(يَا بِلَالُ بِمَ سَبَقْتَنِي إِلَى الجَنَّةِ؟ مَا دَخَلْتُ الجَنَّةَ قَطُّ إِلَّا سَمِعْتُ خَشْخَشَتَكَ أَمَامِي)
রাসূলুল্লাহ সাঃ বলছেন,হে বেলাল ইবনে আবি রাবাহ! যখনই আমি স্বপ্নযোগে জান্নাতে যাই,তোমার নড়াচড়া শুনতে পাই।সুনানে তিরমিযি-৩৬৮৯)
ইয়াসিরের পরিবারবর্গ সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ বলেন,
قال رسول الله ﷺ («صَبْرًا يَا آلَ يَاسِرٍ، فَإِنَّ مَوْعِدَكُمُ الْجَنَّةُ)
হে ইয়াসির তুমি ধর্য্য ধারণ করো! তোমার ঠিকানা জান্নাত।(মুসতাদরাকে হাকিম-৫৬৪৬,তাবারানি-কবির-৭৬৯)
উকাশাহ ইবনে মিহসান জান্নাতি। এ সম্পর্কে জানতে ভিজিট করুন-৯৩৬৭
হযরত আবু সাঈদ খুদরী রাযি থেকে বর্ণিত
عن أبي سعيد الخدري قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: (الحسن والحسين سيدا شباب أهل الجنة)
রাসূলুল্লাহ সাঃ বলেন,হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে।(সুনানে তিরমিযি-৩৭৬৮)
قال رسول الله ﷺ: (الْحَسَنُ وَالْحُسَيْنُ سَيِّدَا شَبَابِ أَهْلِ الْجَنَّةِ , وَأَبُوهُمَا خَيْرٌ مِنْهُمَا)
রাসূলুল্লাহ সাঃ বলেন,হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে।এবং তাদের পিতা তাদের থেকেও উত্তম।(হাকীম-৪৭৭৯,ইবনে মা'জা-১১৮,মসনদে আহমদ-১০৯৯৯)