আসসালামুয়ালাইকুম, হুজুর, আমি শিক্ষামূলক ভিডিও বানাতে চাচ্ছি, মূলত ইংরেজ শব্দার্থ শেখানো হবে ভিডিওতে ,বলতে পারেন অনলাইনে শিক্ষকতা, আমি ভিডিওতে মেয়ে মানুষের ভয়েস ব্যবহার সম্পর্কে যতোটুকু জানি,তা শরীয়ত সম্মত নয়, কারণ নারী, পুরুষ উভয়েই আমার ভিডিও দেখতে পারবেন।যার কারণে , আমি ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পুরুষ ভয়েস দিতে ইচ্ছুক। আমার প্রশ্নগুলো হলো:
১) কৃত্রিম বুদ্ধিমত্তার পুরুষ ভয়েস যদি আমার ভিডিওতে দি, সেটা কি শরীয়ত সম্মত হবে ??
২) ইংরেজি শব্দার্থ শেখানোর ক্ষেত্রে, আমি গল্পাকারে উদাহরণ দি, সেই গল্পের চরিত্র হিসেবে , যদি আমি কৃত্রিম বুদ্ধিমত্তার কোন পুরুষের ছবি, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বাচ্চা ছেলেমেয়েদের ছবি দি , তাহলে কি সেটা শরীয়ত সম্মত হবে ??