আসসালামুয়ালাইকুম
ওস্তাদ, উম্মাহর বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনায় আমার একান্ত উদ্যোগে একটা ফাউন্ডেশন শুরু করতে চাচ্ছি। যে ফাউন্ডেশন অনলাইন এবং অফলাইন ভিত্তিকভাবে মানুষের কাছ থেকে টাকা নিয়ে, মানুষকেই সাহায্য করবে। এখন ছোট করে শুরু করলেও ভবিষ্যতে অনেক বড় পরিসরে কাজ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। যেমন: অসহায়দের সাহায্য, দরিদ্র অবিবাহিতদের বিবাহের ব্যাবস্থা করা, দুর্যোগে বিপদগ্রস্তদের সাহায্য করা ইত্যাদি। প্রশ্ন হল:
১, ওস্তাদ, আমি আগে ও প্রশ্ন করেছিলাম, কিন্তু হয়তো ভালোভাবে প্রশ্ন করতে পারিনি। আমি যে দোকানে আছি , এটা আমি এমনিতেই সমস্যার কারণে ছেড়ে দিবো ইনশাআল্লাহ। এটা মূলত পড়াশোনার পাশাপাশি একটা দোকানে থাকি নিজের খরচের জন্য, বেতন সামান্য পরিমাণ। এটা ওইভাবে চাকরি নয়। আমার ইচ্ছা উম্মাহ কেন্দ্রিক কিছু করা। তো একটা ফাউন্ডেশন এর কথা অনেক আগে থেকেই মাথায় আসছে, আর এখন এটা আরো দৃঢ় হয়েছে আলহামদুলিল্লাহ। আমি যেহেতু এটা অনেক ছোট লেভেল থেকে শুরু করতে চাচ্ছি, তাই আলাদা করে পরিচালনা পরিশোধ গঠন করা অনেকটা অসম্ভব। তো যেহেতু আমাকে এটাতেই পরিপূর্ণ টাইম দিতে হবে অন্য কিছু করতে পারবো না, কারণ আলাদা করে পরিচালনা পরিষদ রাখা এই মুহূর্তে সম্ভব না। সেহেতু ফাউন্ডেশনের ফান্ড থেকে আমার প্রয়োজন পূরণে কিছু অংশ আমি ব্যবহার করতে বা নিজের জন্য নির্ধারিত করতে পারবো কিনা? যদি ফান্ড থেকে না নিতে পারি তাহলে কিভাবে নিজের প্রয়োজন পূরণ করতে পারি? এটাই প্রশ্ন!
জাযাকাল্লাহু খইর।