আসসালামুয়ালাইকুম
ওস্তাদ, উম্মাহর বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনায় আমার একান্ত উদ্যোগে, আমার নিজস্ব কিছু জমানো টাকা দিয়ে একটা ফাউন্ডেশন শুরু করতে চাচ্ছি। যে ফাউন্ডেশন অনলাইন এবং অফলাইন ভিত্তিকভাবে মানুষের কাছ থেকে টাকা নিয়ে, মানুষকেই সাহায্য করবে। এখন ছোট করে শুরু করলেও ভবিষ্যতে অনেক বড় পরিসরে কাজ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। যেমন: অসহায়দের সাহায্য, দরিদ্র অবিবাহিতদের বিবাহের ব্যাবস্থা করা, দুর্যোগে বিপদগ্রস্তদের সাহায্য করা ইত্যাদি। প্রশ্ন হল:
১, যে পরিসরে আগাইতে চাচ্ছি, সেই অনুযায়ী এর পিছনে অনেক টাইম দেওয়া প্রয়োজন, আমি বর্তমানে খুব ছোট্ট একটা চাকরি করি। ওস্তাদ এখন আমি এই চাকরি ছেড়ে দিয়ে যদি পরিপূর্ণভাবে এর পিছনে সময় দেই, তাহলে এই ফাউন্ডেশনের ফান্ড থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ, আমি কি আমার নিজের জন্য ব্যবহার করতে পারবো? আর সেটার পরিমাণ প্রসেস কেমন হতে পারে?
২, এটা যেহেতু অনলাইন ভিত্তিকও হবে, সেহেতু চ্যানেল বা আইডি মনিটাইজেশনের একটা বিষয় তো আছে , তো মনিটাইজেশন অন করে যে পরিমাণ অর্থ আসবে, ওটা কি ফান্ডের সাথে উম্মাহর কল্যাণে কাজ করা যাবে? যদি কাজ করা যায়, তাহলে ওই মনিটাইজেশন এর টাকা কি আলাদা ভাবে খরচ করতে হবে? নাকি ফান্ডের টাকার সাথে একজাস্ট করেও খরচ করা যাবে?
ওস্তাদ গঠনমূলক বিস্তর আলোচনার দাবি রাখছি ইনশাআল্লাহ।
জাযাকাল্লাহ খইর।