ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) মানুষ যদি কখনো ইমান বিধ্বংসী কথা বলে ফেলে, এবং তখন যদি সে নিজে নিজেই একাকি মনে মনে কালিমা শাহাদাত পড়ে নেয় তাহলে সেটাও ঈমান নবায়নের জন্য যথেষ্ট হবে।
(২) কোন ব্যাক্তির দাসীর সন্তানরা বা পরবর্তী প্রজন্মরাও দাস দাসীদের অন্তর্ভূত হবে।
(৩)আহলে কিতাব নয় বরং মুশরিক, এমন নারীকে পূর্বে দাসী বানানো যেত যদি প্রয়োজন হতো।তথা মুশরিক
(৪)একসাথে ২ বোন বা মা-মেয়েকে একসাথে দাসী বানানো যাবে না।
কেননা দুই বোনকে যেমন একসাথে বৈবাহিক সম্পর্কে রাখা যায় না, তেমন করে দুই সহোদরা দাসীর সাথে একইসাথে যৌন সম্পর্ক স্থাপন করার বিধান নাই।
وَأَن تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ
দুই বোনকে একত্রে বিবাহ করা(হারাম) সূরা নিসা ২৩
(৫) প্রয়োজনে নিজে নিজে মানুষের অগোচরেই ঈমন নবায়ন করা যাবে। জনসম্মুখে ঈমান নবায়ন শর্ত নয়