ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
ﻭَﻻَ ﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍْ ﻋَﻠَﻰ ﺍﻹِﺛْﻢِ ﻭَﺍﻟْﻌُﺪْﻭَﺍﻥِ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﻌِﻘَﺎﺏِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা-মায়েদা-২)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/92143পপ৪
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) বইয়ের ভিতরে হারাম প্রেম বা অশ্লীল কোনো কিছু লেখা আছে কি না? এমন বই যদি বিক্রি করলে গুনাহ হবে না।
(২) এজেন্ট বা প্রতিনিধি হিসেবে এই বই বিক্রি করতে পারবেন।তবে হারাম কাজে সহযোগিতা করার নিয়তে বিক্রি করা জায়েয হবে না।
(৩)বই বিক্রির জন্য অনলাইনে অন্যের তোলা ছবি ব্যবহার করে মার্কেটিং করা গুনাহ হবে না। কেননা এখানে কাউকে ধোকা প্রতারণা করা হচ্ছে না।
(৪) ইসলামী বই বিক্রির জন্য পেইজে বইয়ের মার্কেটিং ছাড়া যদি ইসলামী পোস্ট দেওয়া হয়, তাহলে সেটা নাজায়েয হবে না।
(৬) আপনি আল্লাহ কাছে তাওবাহ করুন। আল্লাহ ক্ষমাকারী।