আসসালামু আলাইকুম। অনলাইনে প্রায় সব এপেরই প্রিমিয়াম ভার্সন থাকে। অনেকেই এসব এপ মডিফাই করে অনলাইনে আপলোড করে। প্রয়োজনে (পড়াশোনার জন্য টাইমার সেট করার বিভিন্ন ফিচার সম্বলিত এপ, অনেকটা ঘড়ির মত) এমন প্রিমিয়াম এপ ব্যবহার করা কি জায়েজ হবে?
উল্লেখ্য অরিজিনাল প্রিমিয়াম ভার্সন কিনতে যেই ভিসা কার্ড লাগে আমার তা নেই। অনেক সময় তেমন টাকাও থাকে না। তাই কিনতেও পারছি না। কিন্তু ইচ্ছা আছে কিনে ব্যবহার করার।