আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
79 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
closed by
আসসালামু আলাইকুম।
বৃদ্ধ বাবা মা। ইনকাম করার কোনো সামর্থ্য তাদের নেই। তাদের যে জায়গা ছিলো সেখান থেকে প্রায় বেশি অর্ধেক জায়গা বাবার ভাইয়েরা দখল করে নিয়ে নিয়েছে। বাকি আর অবশিষ্ট জায়গায় একটা অর্ধ সম্পূর্ণ  বাড়ি উঠানো হয়েছে।

সেই বাবা মায়ের দুই ছেলে তারা তাদের এই সময়ে ভরণপোষণের কোনো দ্বায়িত্ব নিতে চাচ্ছেনা।তাদের সামর্থ্য থাকা স্বত্বেও তারা সেই বাবা মায়ের ব্যাপারে কোনো কথাই বলেনা। আর তারা তাদের শ্বশুরবাড়ির পিছনে অনেক টাকা ব্যয় করে,তাদের শ্বশুর বাড়ির লোকদের ভালো সামর্থ্য থাকা স্বত্বেও।
তাদের মেয়ে আছে,সেই মেয়েদের সামর্থ্যও নেই যে সম্পূর্ন দ্বায়িত্ব নিতে পারবে। এখন বর্তমানে এক মেয়ের বাড়িতে প্রায় ১ বছর যাবৎ আছে। কিন্তু এটা নিয়ে তার শ্বশুর শ্বাশুড়ি অনেক সমস্যা করছে। তাই এখন সেখানেও রাখা যাচ্ছেনা। আমরা মেয়েরা অনেক চিন্তিত থাকি তাদের জন্য।

এতসবের জন্য তাদের বড় মেয়ের জামাই, তাদের সম্পূর্ণ দ্বায়িত্ব নিতে চায়।কিন্তু তার সামর্থ্য এতটাও নেই যে সেই বাবা মায়ের জন্য আরেকটা বাড়তি রুম ভাড়া করবে।

তাই সে বলছে যে, যদি ওই অর্ধ সম্পূর্ণ বাড়িটা আপনার বড় মেয়ের নামে দিয়ে দেন, তাহলে সেটা আমি পুরো উঠাবো, আপনারাও থাকবেন,আমরাও থাকবো। আপনাদের সব ভরণপোষণের দ্বায়িত্ব আমার।

এই প্রস্তাবে আমরা সব মেয়েই রাজি।কিন্তু ছেলেরা রাজি না।তারা দ্বায়িত্বও নেবেনা আবার সম্পদের ভাগও ছাড়বেনা, আবার এটাও বলে ওই বাড়ি শুধু তাদের নামেই লিখে দিতে,কোনো মেয়েদের দিলে তারা মানবেনা।

এতসব ভেজালের জন্য ওই বাবা মাকে তার মেয়েরা এটাও বলেছে যে,সম্পদ বিক্রি করে, সব টাকা আপনাদের ভরণপোষণের পিছনে খরচ করুন।তার ছেলেরাও চায়না বিক্রি করে টাকা তারা খরচ করুক,তাদের বাড়িটা লাগবে। আর ওই বাবা মাও এটা করবেনা,তাদের শেষ সম্বল বিক্রি করতে চায়না তাই।

এখন প্রশ্ন হলোঃ

১. বড় মেয়ের নামে দেয়া কি জায়েজ হবে?(উল্লেখ্য, মেয়ের জামাই এটাও বলেছে যে, বাড়ি সম্পূর্ণ করার যত টাকা লাগে সব টাকা যদি তার ছেলেরা কোনোসময় শোধ করে তাহলে বাড়িটা শরিয়ত মত সবাই ভাগ করে নিয়ে নিতে পারবে তার কোনো আপত্তি নেই)
২. বাড়িটা শুধু তিন মেয়ের নামে থাকবে,সেখানে স্থায়ী ভাবে বড় মেয়েরা থাকবে, আর বাড়ি সম্পূর্ণ উঠাবে বড় মেয়ের জামাই।বাকি মেয়েরা মাঝে মাঝে বেড়াতে যাবে আর বাবা মায়ের দ্বায়িত্ব একটু একটু করে নেবে।

( বাবা মায়েরা চাচ্ছে সবার নামেই দিতে কিন্তু ছেলেরা রাজি না,তারা শুধু তাদের নামেই  বাড়িটা লিখে দিতে বলে,মেয়েদের নামেও দিলে তারা এই বাড়ির সম্পর্কে কিছুই জানেনা বলে দিয়েছে)

অনুগ্রহ করে বলবেন,কোন কাজটা করলে মেয়েরা এবং সেই বাবা মা ছেলেদের হক নষ্ট করবেনা এবং আখিরাতেও জবাবদিহি করতে হবেনা কারোরই।তাদের কারোরই ছেলেদের হক নষ্ট করার ইচ্ছা নেই। বাবা মায়ের জন্য অপারগ হয়ে এই কাজ করতে চাওয়া।তাদের যাওয়ার কোনো জায়গা নেই।মেয়েদের বাড়িতে থাকলে মেয়েদের শ্বশুর শ্বাশুড়িরা অশান্তি করছে অনেক।বড় মেয়ের শ্বশুর শ্বাশুড়ি নেই,অনেক আগেই মারা গিয়েছেন, এই জন্যই বড় মেয়ের কাছে রাখতে চাচ্ছে মেয়েরা।
closed

1 Answer

+1 vote
by (59,850 points)
selected by
 
Best answer

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

https://ifatwa.info/42566/ নং ফাতওয়াতে আমরা বলেছি যে,


মা বাবার সর্বদায় আনুগত্য করতে হবে,তাদের কথার নাফরমানী করা যাবেনা। তাদের সাথে সর্বদায় ভালো ব্যবহার করতে হবে। তারা কষ্ট পায়, এমন কাজ কখনোও করা যাবেনা।

তাদের হক বা অধিকারসমূহ এবং তাদের অতিরিক্ত দায়িত্ব পালন করা সন্তানের ওপর ওয়াজিব বা আবশ্যক। পিতামাতার খরচ বহন করা; তাদের খোঁজ-খবর নেয়া; প্রয়োজনের সময় বিশেষ করে বার্ধক্যে তাদের পাশে থাকা আবশ্যক মাতাপিতার দেখভাল করা ও তাদের সাথে উত্তম আচরণ করা শরীয়ত কর্তৃক ফরয ঘোষনা করা হয়েছে।


আল্লাহ তাআলা বলেন,

وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا ۖ حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا ۖ وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا

আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের আদেশ দিয়েছি। তার মা তাকে কষ্টসহকারে গর্ভে ধারণ করেছে এবং কষ্টসহকারে প্রসব করেছে। তাকে গর্ভে ধারণ করতে ও তার স্তন্য ছাড়তে লেগেছে ত্রিশ মাস।” (সূরা আহকাফ-১৫)


আল্লাহ তা'আলা আরও বলেন,

وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلاَهُمَا فَلاَ تَقُل لَّهُمَآ أُفٍّ وَلاَ تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلاً كَرِيمًا

তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব-ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা। (সূরা বনী ইসরাঈল-২৩)


أن جاهمة جاء إلى النبي صلى الله عليه وسلم، فقال: يا رسول الله، أردت أن أغزو وقد جئت أستشيرك، فقال: «هل لك من أم؟» قال: نعم، قال: فالزمها، فإن الجنة تحت رجليها»

হযরত জাহিমাহ (রা.) রাসুলুল্লাহ (সা.) এর কাছে এসে বললেন, ইয়া রাসুলুল্লাহ! আমি যুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা করেছি, আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। রাসুলুল্লাহ (সা.) বললেন, “তোমার কি মা আছেন?” সাহাবী জবাব দিলেন, “হ্যাঁ!” রাসুলুল্লাহ (সা.) বললেন, “তাঁর সেবাকে নিজের উপর আবশ্যক করে নাও। নিশ্চয়ই তাঁর দুই পায়ের নিচে রয়েছে জান্নাত।” (সুনানে নাসাঈ: ৩১০৪)


হাদিস শরীফে আরও এসেছে,

عن أبي هريرة رضي الله عنه قال : "جاء رجلٌ إلى رسول الله -صلى الله عليه وسلم- فقال : يا رسول الله، من أحق الناس بحسن صحابتي؟، قال: (أمك) ، قال: ثم من؟ قال: (أمك) ، قال: ثم من؟ قال: (أمك) ، قال: ثم من؟ قال: (أبوك) متفق عليه .

হযরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, একবার এক সাহাবী এসে রাসূলুল্লাহ (সা.) এর কাছে জিজ্ঞাসা করলেন, “হে আল্লাহর রাসূল! মানুষের মধ্যে কে আমার সর্বাধিক মনোযোগ পাওয়ার যোগ্য?” রাসূল (সা.) উত্তর দিলেন, “তোমার মাতা।” লোকটি জিজ্ঞেস করলো, “তারপর কে?” রাসূল (সা.) উত্তর দিলেন, “তোমার মাতা।” লোকটি আবার জিজ্ঞেস করলো, “তারপর কে?” রাসূল (সা.) উত্তর দিলেন, “তোমার মাতা।” লোকটি পুনরায় জিজ্ঞেস করলো, “তারপর কে?” রাসূল (সা.) উত্তর দিলেন, “তোমার পিতা।” (বুখারী ও মুসলিম)


তবে তারা যদি শরীয়ত বহির্ভূত কাজের আদেশ করে, তাহলে তা মানা যাবেনা। 

হাদীস শরীফে এসেছেঃ 

وَعَنِ النَّوَّاسِ بْنِ سِمْعَانَ قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : لَا طَاعَةَ لِمَخْلُوقٍ فِىْ مَعْصِيَةِ الْخَالِقِ»

নাও্ওয়াস ইবনু সিম্‘আন (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রতিপালকের অবাধ্যতার মাঝে কোনো সৃষ্টির আনুগত্য নেই। (শারহুস্ সুন্নাহ্ ২৪৫৫, সহীহ আল জামি‘ ৭৫২০)

আরো বিস্তারিত জানতে ভিজিট করুন:  https://ifatwa.info/8707/


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!


প্রশ্নেল্লিখিত ছুরতে প্রথমে আপনাদের জন্য করণীয় হলো, আপনি আপনার ভাইদেরকে বুঝাতে থাকবেন যেন তারা স্বীয় মাতাপিতার হক আদায় ও তাদের খেদমতের ব্যাপারে সদা তৎপর হওয়ার চেষ্টা করেন। কারণ, এখন আপনার ভাইদের উপর আবশ্যক হলো, পিতা-মাতাকে দেখা শোনা করা এবং তাদের ভরণ-পোষণ দেওয়া। তারপরও যদি তারা এটা না করে তাহলে তারা গোনাহগার হবে।


তবে যেহেতু মেয়েরা দেখা-শোনা করছেন সেজন্য মেয়েরা অনেক অনেক সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আর প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু আপনার ভাইয়েরা আপনার পিতা-মাতাকে দেখা-শোনা করে না বা ভরণ-পোষণ দেয় না। তাই আপনার পিতা-মাতা তাদের জীবন-যাপন বা চিকিৎসা ইত্যাদির জন্য  চাইলে এই সম্পদ বিক্রিও করে দিতে পারে বা কাউকে দান করেও দিতে পারে। এটা একান্ত তাদের অধিকার। কারণ, এটা তাদের সম্পদ।

তবে প্রশ্নে বর্ণিত অবস্থায় এই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে যে, প্রথমে আপনার ভাইদেরকে বলবেন, পিতা-মাতার ভরণ-পোষণ দেওয়ার জন্য। তারা যদি দিতে না চায় তাহলে তাদেরকে বলবেন, পিতা-মাতা চাইলে এ সম্পদ বিক্রি করে দিয়ে তারা জীবন যাপন করবেন। যেহেতু তোমরা পিতা-মাতাকে টাকা-পয়সা দিচ্ছো না।  তাই বলে হয়তো কোনো মেয়ের কাছে বা বড় মেয়ের কাছে উক্ত সম্পদ ন্যায্য মূল্যে বাকীতে বিক্রি করে দিতে পারে। তারপর অল্প অল্প করে ওই টাকা দিয়ে পিতা-মাতাকে দেখাশোনা করা যেতে পারে। এই পদ্ধতি অবলম্বন করলে হয়তো ভাইয়েরা আর কিছু বলবে না ঐ সম্পদের ব্যাপারে।

এরপরেও যদি তাদের দেখা-শোনা করতে করতে টাকা পয়সা শেষ হয়ে যায় অর্থাৎ ওই জমির বিক্রয় মূল্য। তারপর মেয়েরা বা মেয়ের জামাইরা তাদেরকে দেখাশোনা করবেন আল্লাহ তালার সন্তুষ্টি ও সওয়াবের আশায়। যেমন এখন করছেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...