আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,আমার এক আত্মীয়ের মেয়ে ব্যভিচারের মতো জঘন্য কাজে লিপ্ত হয়। এবং গর্ভধারণ করে।মেয়ের বয়স কম,আবেগের বশে এসব হয়েছে,পুরুষটি খারাপ এবং কোনোভাবে তার পরিবার বিয়ে দিবে না।তাই জোর করে তাকে এবরশন করানো হয়।সেই কাজে আমার ও আমার আম্মুও ছিলাম।আমি চাই নি,জোর করে নিয়ে যায়।এরপর থেকে আমি মানসিকভাবে ভেঙ্গে পরেছি,এত জঘন্য কাজে আমি ছিলাম নিজেকেই খারাপ মনে হচ্ছে।মায়ের সাথে কথাও বলা বন্ধ করেছিলাম,তার প্রতি সম্মান আসছে না।কোনোভাবেই আমি বাসায় থাকতে পাচ্ছি না,এভাবে চলতে থাকলে মানসিকভাবে ভীষণ অসুস্থ হয়ে যাব।এই মুহুর্তে দয়া করে আমাকে বলুন আমার কি করা উচিত।এবং সেই মেয়েকে অন্য ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে,আমার প্রশ্ন হলো এতে অন্য ছেলের হক নস্ট হবে কিনা?বা আমাকে যদি কখনও মেয়ের চরিত্র সম্পর্কে জিগ্যেস করে এটা বলাটা উচিত হবে কিনা?এই অবস্থায় সেই ব্যভিচার ছেলের সাথেই কি বিয়ে দিতে হবে নাকি অন্য কোথাও ভালো ছেলে দেখে বিয়ে করা যাবে?