আসসালামু আলাইকুম।
১.আমি এর আগে প্রশ্ন করেছিলাম, কেন জানি ২ জন দুই রকম উত্তর দিয়েছেন। ওলিউল্লাহ হুজুর বলেছেন সহবাসের চিন্তা আসলেই হুরমাত সাব্যস্ত হবে,আর একটা প্রশ্নের উত্তরে ইমদাদুল হক হুজুর বলেছেন, যাকে স্পর্শ করা হয়েছে তাকে নিয়ে সহবাসের চিন্তা আসলে হুরমত হবে না।
খুবই টেনশনে আছি! কোন মতটা নিব?
২. যেহেতু উত্তর আলাদা আলাদা আসছে,তাই পুরো ঘটনা উল্লেখ করলাম আরেকবার; দয়া করে জানাবেন হুরমত সাব্যস্ত হয়েছে কি না?
অনেকমাস হয়ে যাচ্ছে। একদিন আমার আম্মু,ভাই,আমি খাটে বসে ছিলাম। তখন আমার বাবা খাটে বসতে ধরে খুব সম্ভবত আমার হাটুতে ২ বার তাড়াতাড়ি বারি দেয় সাইড দেওয়ার জন্য,যাতে আমি পিছনে সড়ে বাবাকে বসার জায়গা করে দেই।
যখন এ ঘটনা ঘটে তার আগে থেকে আমি একটু কেমন জানি অবস্থায় ছিলাম এবং বুঝতে পারছিলাম বাবা সাইড চাইতে আসলে স্পর্শ লাগলে অন্তর কেপে উঠবে। কিন্তু তখন আমি নতুন নতুন হুরমাতের মাসআলাটা জানতাম,কিন্তু মানতাম না। কারণ ইউটিউবে অন্য ঘরাণার আলেমের লেকচার শুনেছিলাম হুরমাতের ব্যাপারে।আর তাদের মতটাই আমার কাছে বেশি গ্রহণযোগ্য ও যৌক্তক মনে হয়েছিল। তখন আমি এটাও জানতাম না যে এক মাজহাব মানলে,অন্য মাজহাবে আলেমের থেকে মাসআলা নেওয়া যাবে না,সস্পূর্ণণভাবে নিজের মাযহাবের সকল মাসআলা মানতে হবে।আবার নিজে যদি আহলে হাদিস ও হতাম,তাও আমার বাবা যেহেতু হানাফি, সেহেতুও হানাফি মাসআলাই নিতে হত এই ব্যাপারে।
তো যেহেতু মাসআলাটা মানতাম না, তাই মনে মনে ভেবেছিলাম অন্তর কাপলে..... কাপবে! এই নিয়ম তো আমি মানি না। হুরমাত সাব্যস্ত হয় না এইভাবে। স্পর্শ লাগার সময় অন্তর কেপে উঠে, এবং মনে প্রশ্ন আসে যে- "সহবাসের আগে এমনভাবে অন্তর কেপে উঠে নাকি? হুরমাতের জন্য যে অন্তর কাপার কথা বলা হয়েছে, সেটা এমন? " আবার মনে হয়, -"তাহলে আমার বরের সাথে সহবাসের আগেও এমন হবে আমার বিয়ের পর! এই কথা(বরের) মনে হওয়ার কেমন জানি আনন্দ কাজ করে" (যেহেতু আগে কোনোদিনই এমন অন্তর কাপে নি, তাই হয়ত এই চিন্তাগুলো হচ্ছিল)।
তারপর অনেকক্ষণ পর বাবাকে নিয়ে খারাপ চিন্তা আসে,আমি ততক্ষণাত 'নাউযুবিল্লাহ' বলে উঠি,এবং মনে মনে তওবা পড়ি যে কিসব আমার মাথায় আসছে!!
এই ঘটনা অনেক মাস আগের।যেহেতু আগে মানতাম না,তাই জিজ্ঞেস করা হয়নি।এখন হয়ত অনেক স্পষ্টভাবে মনেও নাই পুরো ঘটনা টা, যতটুকূ মনে পড়ছে সেটুকু বললাম।
(উল্লেখ্য যে আমার যতদূর চোখে ভাসছে, বাবা আমার হাটুতে স্পর্শ করেছিল,আর আমি প্লাজো পড়ে ছিলাম ওই সময়। খুব পাতলা না, তবে উষ্ণতা পেয়েছে কিনা তা sure নাহ। আবার মনে হচ্ছে স্পর্শ লাগার একটু পরে আমি হুট করে টেনশনে পড়ে যাই যে, হুরমাত হয়ে গেছে!!! কিন্তু তখন আবার মনে হয় যে না ইউটিউবে দেখেছি, এভাবে স্পর্শের মাধ্যমে হুরমাত হয় না।পরে তাই অস্থির হয়ে উঠি যে নাহ হানাফি মাজহাবে এভাবেও হুরমাত হয়। তখন এতটাই অস্থির হয়ে উঠি যে এটাও খেয়াল করিনি যে কাপড়ের উপর দিয়ে স্পর্শ লেগেছে কি না।আমার একবার মনে হচ্ছে আমি যেহেতু তখন এই বিধান মানতাম না, সেটা ভেবে শান্ত হয়েছিলাম।আবার মনে হচ্ছে যে, তখন আমি এটা ভেবে শান্ত হয়েছিলাম যে কাপড়ের ওপর দিয়ে স্পর্শ লেগেছে।মানে আমি Sure হতে পারছি না।কিন্তু আমার চোখে ভাসছে যে বাবা আমার হাটুতে ধরেছিল কাপড়ের ওপর দিয়ে।
একবার মনে হয় বিধান মানতাম না জন্য শান্ত হয়েছিলাম,আর একবার মনে হয় যে না কাপড়ের উপর দিয়ে স্পর্শ লেগেছে, তাই শান্ত হয়েছিলাম।আর ঘটনার আকস্মিকতায় হয়তো কাপড়ের উপর দিয়ে স্পর্শ লাগাটা তখন মনেই আসে নি,এজন্য হয়ত ভেবেছিলা হুরমাত হয়েছে। মানে এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কাপড়ের উপর দিয়ে স্পর্শ লেগেছে না লাগেনি,সব শর্ত পাওয়া গেল কি না,সেটা না ভেবেই হুরমাত হয়েছে কি না;সেটা চিন্তা করছিলাম।
(উল্লেখ্য যে ২০২১ এর দিকে আল্লাহ, নবি এবং ইসলাম সম্পরকে আমার খুব খারাপ চিন্তা আসতো,ওয়াসওয়াসা আসতো।জিনের দৃষ্টি ছিল।এখন আবার সেটাই ফিরে আসছে কি না,বুঝছি না।হুরমাতের ব্যাপারে একেক সময় একেক চিন্তা আসে,specially উক্ত ঘটনাটা নিয়ে)
এমতাবস্থায় কি হুরমাত সাব্যস্ত হয়েছে?