আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
101 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)

আসসালামু আলাইকুম

আমার বিয়ে হয়েছে একবছরের বেশি সময়। আমার হাজবেন্ড একটু বদরাগী। সে এই গত একবছরেই আমার বিভিন্ন কর্মকান্ডে রেগে গিয়ে আমাকে তালাক দেয়ার হুমকি দিয়েছে। কিন্তু কখনওই তালাক দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, দিয়ে দিয়েছি এই ধরনের কথা বলেনি। আজ আবার একটা ব্যাপারে কথা কাটাকাটির পরে সে বলতেছে এই এতদিন ধরে এতবার এই কথাগুলো বলে এসেছে., হয়তো তালাক হয়ে গেছে।

এইজন্য শুধু এই সন্দেহের বশে সে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে। সে রেগে গেলে কী বলে তাতে তার হুশ থাকেনা। তবে আমার স্পষ্ট মনে আছে সে কখনওই তালাক দিয়ে দিছি বা দিলাম এই ধরনের কথা বলেনি। সবসময় future tense এ কথা বলে।

  • আরেকটা কথা.. সে আমাকে রাগের মাথায় বেশ্যা, ওমুক তোর স্বামী, ওদের সাথে রাত কাটায়ে এসেছিস.. এই ধরনের কথাও প্রচুর বলেছে। প্রসংগত বলে রাখি আমি ডাক্তার। এবং ইন্টার্নশিপ কন্টিনিউ করতেছি। তো পুরুষ কলিগদেরকে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সে এগুলা বলেছে কয়েকবার করে। এই কথাগুলা দ্বারাও কি তালাক হবে? 

1 Answer

0 votes
by (589,680 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
প্রশ্নের বিবরণ মতে তালাক হবে না।কেননা এখানে তালাকের ওয়াদা করা হচ্ছে মাত্র।আর ভবিষ্যতে ওয়াদা করার দ্বারা তালাক পতিত হয় না।
قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله- في مجموع الفتاوى: الوعد بالطلاق لا يقع ولو كثرت ألفاظه، ولا يجب الوفاء بهذا الوعد ولا يستحب. اهـ.(مجموع الفتاوي)

صيغة المضارع لا يقع بها الطلاق الا اذا غلب فى الحال كما صرح به الكمال بن الهمام (الفتاوى الحامدية، كتاب الطلاق-38، رشيدة)
وفى الدر المختار، بخلاف قوله طلقى نفسك فقالت أنا طالق، أو أنا اطلق نفسى، لم يقع لأنه وعد، (رد المحتار، كتاب الطلاق، باب تفويض الطلاق-3/319)

رد المحتار: (251/3)
والمرأۃ کالقاضي إذاسمعتہ أو أخبرہا عدل لا یحل لہا تمکینہ … فإن حلف ولا بینۃ لہا فالإثم علیہ۔

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আপনি নিশ্চিত যে, আপনার স্বামী ভবিষ্যতে তালাকের কথা বলেছে। বর্তমান বা অতীতে শব্দ প্রয়োগ সে কখনো করেনি, তাই প্রশ্নের বিবরণমতে আপনাদের তালাক হবে না।

(২)
"বেশ্যা, ওমুক তোর স্বামী, ওদের সাথে রাত কাটায়ে এসেছিস" এধরণের কথাবার্তা মারাত্বক পর্যায়ের গোনাহ। তবে এদ্বারা তালাক হবে না।
بصورتِ  مسئولہ  جب شوہر کی طرف سے اپنی زوجہ کے بارے میں کہی ہوئی بات محض تہمت ہے، تو اس تہمت کی بنا  پر طلاق واقع نہیں ہوگی۔
فتوی نمبر : 144301200058
دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن

 رہا یہ سوال کہ آئندہ اس کے ساتھ زندکی گزارنا مناسب ہوگا یا نہیں؟ تو اس کا فیصلہ ہمدرد اور بہی خواہ افراد کے مشورہ سے آپ دونوں خود ہی کرسکتے ہیں، ہمدرد اور بہی خواہ افراد آپ دونوں کے مکمل حالات ومزاج سے واقف ہوں۔
دارالافتاء،
دارالعلوم دیوبند
فتوی نمبر: Fatwa ID: 438-350/D=5/1438


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...