আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
93 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (8 points)
যাকাত সংক্রান্ত ২টি মাসআলা জানতে চাই:
১. আমার একটি "হিলফুল ফুজুল" নামক প্রকাশনী আছে। একজন ব্যক্তি যাকাতের কিছু টাকা প্রদাণ করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। উক্ত টাকা এমন  একজন/একাধিক মানুষকে দিতে চাই, যারা মুস্তাহিকে যাকাত। কিন্তু আমার প্রকাশনী তাদের থেকে কিতাব বাবদ কিছু টাকা পায়, যা তারা বাকীতে ক্রয় করেছিল। আমি তাদেরকে মোবাইলের মাধ্যমে জানায় যে, যাকাত বাবদ আমি তোমাকে কিছু টাকা দিব, তুমি তার মালিক। তুমি চাইলে নিতেও পার অথবা উক্ত টাকা দিয়ে আমার প্রকাশনীর বাকি টাকা পরিশোধও করতে পরো। টাকা লেনদেনের দুটি ছুরত হতে পারে। যথা: ১. আমি বিকাশে/নগদে তোমাকে টাকা পাঠাব এবং তুমি আমার প্রকাশনীর প্রাপ্য টাকা পাঠিয়ে দিবে।
২. অথবা তুমি আমাকে অনুমতি দিলে উক্ত টাকা প্রকাশনীর দায়িত্বশীলদের নিকট হস্তান্তর করবো।

 ২. আমি যাকাতের উক্ত টাকা দিয়ে যদি কিতাব ক্রয় করে মুস্তাহিকে যাকাত কোন ব্যক্তিকে উক্ত কিতাবগুলোর মালিক বানিয়ে দেয় তাহলে কি যাকাত আদায় হবে?  এবং সেই ব্যক্তি যদি কয়েকদিন পরে আমাকে উক্ত কিতাবগুলো থেকে কিছু কিতাব যেকাউকে হাদিয়া দেওয়ার অনুমতি দেন৷ আমি কি সেই ইখতিয়ার রাখি? আমার জন্য উক্ত কিতাব কাউকে হাদিয়া দেওয়া কি জায়েয হবে?

1 Answer

0 votes
by (589,680 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলছেন
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ
যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।(সূরা আত-তাওবাহ-৬০) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/699

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যাকাত একমাত্র গরীবদেরকে মালিক বানিয়ে দিতে হয়। সুতরাং গরীবদেরকেই যাকাতের টাকা দিতে হবে।প্রশ্নের বিবরণমতে তিনটি পদক্ষেপই যাকাত গরীবকে পৌছিয়ে দিতে ব্যবহার করা যাবে-

তথা-
(১) বিকাশে/নগদে তাকেকে টাকা পাঠিয়ে দিবেন এবং সে আপনাকে প্রকাশনীর প্রাপ্য টাকা পাঠিয়ে দিবে।
(২) সে আপনাকে অনুমতি দিলে, তথা আপনাকে উকিল নিযুক্ত করলে আপনি সেই টাকা প্রকাশনীর দায়িত্বশীলদের নিকট হস্তান্তর করে দিবেন।
(৩) যাকাতের টাকা দিয়ে যদি কিতাব ক্রয় করে মুস্তাহিকে যাকাত কোন ব্যক্তিকে মালিক বানিয়ে দেন, তাহলে এদ্বারাও যাকাত আদায় হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...