আলহামদুলিল্লাহ আমার আংকেল সৌদি আরব থেকে চকলেট এনেছে, সেখানে বিভিন্ন দেশের চকলেট আছে, মুসলিম দেশ ও অমুসলিম উভয় দেশের চকলেট ই আছে,কিছু কিছু উপাদান সার্চ করলে মাসবুহ লিখা আসে, মাসবুহ মানে হচ্ছে যদি গাছপালা থেকে নেয়া হয় তাহলে হালাল আর যদি হারাম প্রাণী থেকে নেয়া হয় তাহলে হারাম,যেটা দেশীয় বা মুসলিম দেশের পণ্য তেও পাওয়া যায়,স্নিকার্স নামের একটা চকলেট গুগলে সার্চ দিলে লিখা আসে মিনা এরিয়া এর স্নিকার্স চকলেট হালাল,মিনা মানে হচ্ছে মিডল ইস্ট আর নর্থ আমেরিকা,কিন্তু এর উৎপত্তিস্থল ব্রাজিল,ব্রাজিল তো মুসলিম দেশ না,কিছু উপাদান মাসবুহ লিখা আসে,এগুলো কি খাওয়া যাবে?