আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ হযরত মুফতী সাহেব, আমার প্রশ্ন হলো স্বামী-স্ত্রীর কারও ঈমান চলে গেলে,বিয়ে নবায়নের জন্য কি ধরাবাধা সময় আছে,যে তিন মাসের নধ্যে দোহরাতে হবে? হ্যাঁ, সাথে সাথেই দোহরানো আবশ্যক,কিন্তু যদি ৩০-৪০ বছর হয়ে যায় চাই ১০০ বছরও হয়ে যায়,এরপরও পুনরায় বিয়ে নবায়ন বা দোহরাতে পারা যাবে? এটা জানা জরুরি,সময়ের সীমাটা।