আসসালামু আলাইকুম, একজন বোন একটা ছেলেকে পছন্দ করে, ছেলেও বোনকে পছন্দ করে,দু পরিবারকে জানানোর পরে পরিবার বলছে দেখে শুনে পছন্দ হলে বিয়ে দিবে,পরিবার বিয়ে দিতে কয়েকমাস সময় নিচ্ছে, এদিকে ছেলে মেয়ে দুজনে কথা বলা শুরু করছে,দুজনে কথা বেশি হচ্ছে, হারাম সম্পর্কে চলে যাচ্ছে দেখে দুজনে সিদ্ধান্ত নিয়েছে গোপনে বিয়ে করবে যেন ওদের যোগাযোগটা হালাল থাকে।পরিবারও বিয়েতে ইচ্ছাকৃত দেরি করছে।
বিয়ের দিন বেশি বৃষ্টি হওয়ায় ২ জন সাক্ষী আসতে পারেনি,ইমাম বললো এভাবে বিয়ে হবে,পরে ইমাম শুধু ছেলে মেয়ের উপস্থিতিতে খুতবা পরে ছেলে মেয়ের থেকে সম্মতি নিয়ে বিয়ে পরান,বিয়ে পড়ানোর সময় ইমাম মোহরানা উল্লেখ করেনি
এখন প্রশ্ন ঐ বোনের শরীয়াসম্মত ভাবে বিয়ে হয়েছে?ছেলে মেয়ে ২ জন কি কথা বলা/ স্বামী স্ত্রী সম্পর্ক করতে পারবে?২ জনে বালেগ