আসসালামু 'আলাইকুম।
আমি একটি সরকারি/পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে Computer Science & Engineering(CSE) বিষয়ে BSc অনার্স শেষ করে এখন একই বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে পড়াশুনা করতেছি।
এখানে বেশ কিছু পদের জন্য(শিক্ষক পদ না) নিয়োগের ক্ষেত্রে আমি আবেদন করতে চাই।
সেই জবে যে রিকুয়ার্মেন্ট/যোগ্যতা দরকার বা চাওয়া হয়, তা আমার ১০০% আছে আলহামদুলিল্লাহ।
শিক্ষাগত যোগ্যতা যা দরকার, তা তো আছেই। পাশপাাশি, জবটা করার জন্য অন্যান্য যত যোগ্যতা চাওয়া হয়(ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন, ওয়েব ডেভেলপমেন্ট,অ্যাপ ডেভেলপমেন্ট, ফ্রেমওয়ার্ক এক্সপার্টাইজ) সবই আছে আলহামদুলিল্লাহ। শুধু আছেই না, বরং এসব বিষয়ের উপর ৩-৪ বছরের অভিজ্ঞতাসহ অনলাইনে ফ্রিল্যান্সিং করে কয়েক লক্ষ টাকা ইনকাম করেছি আলহামদুলিল্লাহ। মানে ঐ কাজের আমার যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নাই।
এই পদে নিয়োগে কোনো প্রিলি কিংবা লিখিত হয় না। বরং ভাইভা হয় শুধু। এখন যারা অ্যাপ্লাই করবে, তাদের যোগ্যতা শুধু ভাইভা দিয়ে নির্ণয় করা পরিপূর্নভাবে সম্ভব নয়। মানে ৫ জনও যদি অ্যাপ্লাই করে, তাদের মধ্যে "সবচেয়ে" যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া কঠিন।যেটা সম্ভব, সেটা হলো "সবচেয়ে যোগ্য" প্রার্থী না, বরং ওই জবের জন্য যোগ্য প্রার্থী খুজে পেতে পারে,কিন্তু সর্বাপেক্ষা যোগ্য প্রার্থী নয়।
তবে, টাকা পয়সা ছাড়া চাকরি হয় না মুলত কখনওই। যেহেতু, প্রিলি/রিটেন হয় না,শুধু ভাইভা হয়।
এমতবস্থায়, এসব পদে "আগেভাগে" টাকা দিয়া চাকুরি নেওয়া জায়েজ হবে কি? (আগেভাগে টাকা না দিলে ভাইভাতেও টিকাবে না।)
আর, কোনো সার্কুলার না থাকলেও, শুধু আমার জন্য, আমাকে নেওয়ার জন্য সার্কুলার দিলে তা বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সকলের নিকট পৌঁছে দিতে হয়। সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে হয়। এতে করে, শুধু আমাকে নেওয়ার জন্য সার্কুলার দিলেও তাতে আরও কিছু লোকজন অ্যাপ্লাই করতে পারে!
তো, এভাবে আগে কথা বলে, চুক্তি(টাকা) করে আমার জন্য সার্কুলার দিয়ে তাতে চাকুরি নেওয়া কি জায়েজ হবে? চাকুরির বেতন কি বৈধ হবে?(জবে যা করতে হয়,তাতে হারামের কিছু নেই ইনশাআল্লহ)
[ব্যাংক জব করার সুযোগ ব্যাপক, বাট সুদভিত্তিক হওয়ায় তা কখনওই করবো না,তাই বিশ্ববিদ্যালয়ের এই জবের বিষয়ে জিজ্ঞেস করা]