আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্
১ম স্বপ্ন: আমি ঐদিন আইয়্যামে বীজের রোজা রেখেছিলাম, বিকাল চারটায় ঘুমাচ্ছিলাম। হঠাৎ স্বপ্ন দেখি একজন মেয়ে, একজন ছেলে জঙ্গলে গিয়ে বাঁশ গাছের ভেতরে থাকা আঙ্গুরের মতো কোন একটা ফল খাচ্ছে এবং ফলটা খুব সুস্বাদু মনে হচ্ছিলো। আমার মনে হচ্ছিল স্বপ্নের মেয়েটা আমি, আর ছেলেটা আমার হাজব্যান্ড।হঠাৎ আমার মনে পরে আমি রোজাদার আর স্বপ্নে খাওয়া ঠিক না, এরপরই আমার ঘুম ভেঙে যায়। এবং সাথে সাথেই আবার ঘুমিয়ে যাই।
২য় স্বপ্ন: পরক্ষণেই আমি আরেকটি স্বপ্ন দেখি। আমার গ্রামের বাড়ির কবরস্থান আর রাস্তার মাঝের ছোট একটা ড্রেন আছে, আমি ঐ ড্রেনে দাঁড়িয়ে জিমকে পড়াচ্ছি (আমি একটি মাদ্রাসায় খেদমতে আছি, ওখানের একটা ছোট মেয়ের নাম জিম)।কিন্তু ওর পিছে মানুষের মতো দেখতে একটা মেয়ে জ্বিন দাঁড়িয়ে আছে, জ্বিনটা জিম মেয়েটার সাথে দুষ্টামি করছে ওকে পড়তে দিচ্ছে না বলে আমি জ্বিনটাকে ধমক দেই এবং জিমকে মারতে চাই। তখন ঐ জ্বিনটা বলে ও চলে যাবে, আমি যেন জিম মেয়েটাকে না মারি।এরপর সে চলে যায়।
কবরস্থানের পাশেই লাগোয়া মসজিদ এবং মসজিদ,কবরস্থান ও রাস্তার পাশেই একটা ছোট,সুন্দর পরিপাটি ঘর।আমি সে ঘরে ঢুকি এবং যতদূর মনে পরে ঐ ঘরটি আমার বিশ্ববিদ্যালয়ের দ্বীনি এক বড় আপুর বলেই বেশি মনে হচ্ছে। আমি রুমে ঢুকেই দেখি দুটা ছোট সাইজের খাট,রুমের চাদর,পর্দা সব সাদা রঙের,ছিমছাম ও খুব গুজানো। আমি ঢুকেই আপুকে বলি একটা মেয়ে সেন্সলেস হয়ে বাইরে পরে আছে,ওকে একটু ঘরে এনে সেবা দিতে।আমি তখন সূরা ফাতিহা পড়া শুরু করি এবং দুটা শব্দ পড়ার সাথে সাথে ঐ ঘর থেকে পুরুষ লোকের শব্দ শুনি।মানে নন মাহরাম সামনে চলে আসলে সতর্কতাস্বরূপ যে আওয়াজ করে এমন ২/৩টা শব্দ শুনি। পরে আপুকে জিজ্ঞেস করি যে ভাইয়া বাসায় কি না। উনি বলে হ্যা, বাসায়। এ কথা বলার সাথে সাথে আমি তাকিয়ে দেখি আমার একদম সামনে খাটে মশারি টানানো এবং ঐ আপুর হাজব্যান্ড খাটে বসা। অনুমান করতে পেরে আমি আস্তাগফিরুল্লাহ বলে দৌড়ে ঐ ঘর থেকে বের হয়ে যাই এবং আমাদের বাড়িতে চলে আসি।আমাদের বাড়ির পাশে মসজিদ সংলগ্ন একটি খালি জায়গা আছে। সেখানের সবাই সাদা পান্জাবি পরিহিত, সুন্নতি লেবাসের মানুষ।একজন সামনে বসে আছেন, উনি বিচারক, আর বাকি সবাই উনার দিকে মুখ করে বসে আছে। আমি পর্দার আড়াল থেকে দেখি ভাইয়া নামক ঐ লোকটা (আপুর হাজব্যান্ড) সাদা একটা পাঞ্জাবি পরে বাইরে বের হয়ে আসছে এবং ঐ বিচারসভার প্রধান বিচারক যিনি উনাকে আফফান বা কিছু একটা সম্বোধন করে বলছে উনার ছোট মেয়েটা অসুস্থ হয়ে গেছে,যেন একটু ঝাড়ফুঁক করে আসে।তখন ঐ যুবক (বিচারক) বলেন উনার একটু সময় লাগবে, নামাজ পরে এরপর যেতে পারবেন। তখন উনি উত্তর দেন তাহলে তো অনেক দেরী হয়ে যাবে, এরপর উনি তানজিল আরেফীন বা এরকম নামের আরেকজনকে খোঁজ করেন।তখন জানানো হয় ঐ ব্যক্তি এখানে উপস্থিত নাই।
বিশেষত উল্লেখ্য যাকে আমি আপুর হাজব্যান্ড ভেবেছিলাম উনি যখন বাইরে বের হয়ে আসলেন তখন আমার প্রবলভাবে মনে হচ্ছে উনি রাসূল (স:), দেখতে বেশ সুঠাম- সুদর্শন, নূরানী চেহারা, দেখে অন্তরে সুকুন লাগছে, আমি খুব আন্তরিকতার সাথে তাকিয়ে ছিলাম। যিনি বিচারক ছিলেন উনার চেহারাও অনেক নূরানী ছিলো। স্বপ্নের শেষের অংশ দেখে আমার খুব প্রশান্তি লাগছিলো, মনে হচ্ছিল নবী ও তার সাহাবীদের যুগে চলে আসছি।
মেহেরবানি করে আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা জানাবেন ইনশাআল্লাহ্। জাযাকাল্লাহু খইরন।
(উল্লেখ্য আমি অবিবাহিত, একটি মহিলা মাদ্রাসায় আবাসিক খেদমতে আছি। বেশকিছু কারণে গতমাসে একজন রাক্বী দ্বারা রুকইয়াহ চিকিৎসা করাই এবং উনি আমাকে কিছু অডিও শুনতে এবং ২১দিন বদনজরের গোসলের কথা বলেন। কিন্তু ব্যস্ততা এবং অলসতার কারণে আমার এগুলোর কোনটিই করা হয় নি।তবে আমি মাসনুন আমলগুলো নিয়মিত করি আলহামদুলিল্লাহ)