আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমার একবছরের ছেলে অস্পষ্ট আল্লাহ আল্লাহ জিকির করছিলো,তখন আমি খাবার খাওয়াবো তাই ছেলেকে বলেছিলাম "আব্বু এদিকে আসো এখন আল্লাহ আল্লাহ বলতে হবে না।"
এ কথা ছেলের বাবা শুনে আমাকে বললো এটা তুমি কি বললা "এখন আল্লাহ আল্লাহ বলতে হবেনা" এটা বলললা কেন,,এটাতো কবীরা গুনাহ হয়েছে তাই তওবা করো।
আমি বললাম আমিতো এখন বলতে মানা করেছি খাওয়াবো তাই।এটা কবীরা গুনাহ হবে কেন?
তখন আমার হাসবেন্ডকে বললাম কেউ সূরা পড়লে তখন যদি বলি এখন সূরাটা পড়োনা ওই কাজটা করো,তাহলে কি গুনাহ হবে? ওনি বলে না।আমি বললাম এটাইতো এমই একটা বিষয়।
আমার হাসবেন্ড বলতেছে ওইটা আর এটা আলাদা।তোমার কবীরা গুনাহ হয়েছে, তওবা করো,আমি বলেছি কবীরা গুনাহ হয়নি।
এরকম দুই তিনাবার বলার পর আমি কবীরা গোনাহ হয়েছে এটা স্বীকার না করাতে ওনি আমার মাথার মধ্যে লাথি মারে,আর রুম থেকে চলে যেতে বলে।
এখন বলেন শায়েখ এই বাক্যটা বাচ্চাকে বলা কি আমার কবীরা গোনাহ হয়েছে?
আর বাচ্চাকে "আল্লাহ বলো" "আল্লাহ বলো "বলা যাবে কিনা?এটা বললে কি কোন গুনাহ হবে নাকি অনুচিত?