আসসালামু আলাইকুম।
আমার বাবা পেশা হিসেবে দুইটি কাজ করেন,
১. একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করেন, যেখানে তিনি অন্যদের ইন্সুরেন্স করতে উদ্বুদ্ধ করেন, সেখান থেকে কমিশন পান।
২. ইনকাম ট্যাক্সের উকিল হিসেবে, অন্যদের ট্যাক্স ফাইল রেডি করে ফি নেন।
.
আমার মা পেশা হিসেবে, একটি মহিলা কলেজে তিনি শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
আমি পেশা হিসেবে একটি ইউ-আই ডিজাইন ফার্মে কর্মরত আছি , আমি মূলত হোম অফিস করি অর্থাৎ বাসা থেকেই।
.
আমি বর্তমানে আমার স্ত্রী সহ আমার বাবা মা এর সাথে বসবাস করছি। আমাদের পরিবারের খাওয়া থেকে শুরু করে সমস্ত খরচ, আমার বাবা ও মায়ের ইনকাম এর টাকা থেকেই হয়ে থাকে। আমার মা বেতন পেলে তার প্রায় সম্পূর্ণটা আমার বাবাকেই দিয়ে দেন। তো স্পেসিফিক ভাবে বলার উপায় নেই, কার টাকা থেকে কি খরচ হয়ে থাকে। মূলত বাবা-মা দুজনের টাকাই এখানে ব্যবহৃত হয়।
আমাকে ফ্যামিলিতে কোন কনট্রিবিউট করতে হয় না, অর্থাৎ আমি কোন টাকা দিই না। আমার যা ইনকাম হয় তা আমারও আমার স্ত্রীর প্রয়োজনেই ব্যবহার করি আর কিছু সঞ্চয় করার চেষ্টা করি।
.
শায়খ আমার প্রশ্ন হল,
১। আমি ও আমার স্ত্রী যেহেতু তাদের সাথে বসবাস করছি, সেখান থেকেই খাচ্ছি - আমাদের এই বসবাস তাদের সাথে বৈধ হবে কিনা.?
.
২. শায়খ, মানুষ সাধারনত তার অফিসের এলাকাতেই বাসা ভাড়া নিয়ে থাকে। যেমন আমার অফিস ঢাকায়, আমাকে ফিজিক্যাল অফিস করতে হলে ঢাকায় থাকতে হতো। হোম অফিসের সুবাদে আমাকে বাসা থেকেই কাজ করতে হয়। আমার ইনকাম দিয়ে আমি ঢাকায় সচ্ছলভাবে থাকতে পারবো না। আর আমার চাকরিটাও একদম স্টেবল না।
আমি যেহেতু হোম অফিস করি, সেহেতু আমাকে অফিসে যেতে হয় না। তাই আমি বাসা দিয়ে অবস্থান করছি। আমার যা ইনকাম হয়, তা দিয়ে সম্ভবত আমি আমার এলাকাতেই বা জেলাতে বাসা ভাড়া নিয়ে থাকতে পারবো। কিন্তু এতে সমস্যা হল, আমার বাবা-মায়ের সাথে আমার সম্পর্কের অবনতি হতে পারে। কারণ তারা জানে যে আমাকে ফিজিক্যালি অফিস করতে হয় না। তাহলে কেন আমি বাসা ছেড়ে চলে যাচ্ছি.? যদি ঢাকায় থাকতে হতো তাহলে কোন সমস্যা করত না তারা। শায়খ এক্ষেত্রে আমার করনীয় কি.?
.
৩. আমি, আমারও আমার স্ত্রীর খাওয়া, কারেন্ট বিল, গ্যাস বিল - এই খরচ গুলো বহন করি আনুমানিক হিসাব ধরে, কিন্তু খাবার রান্না হবে সবার এক পাতিলেই। এই ক্ষেত্রে বিধান কি হবে?
.
৪. আমি যদি আমার বাবা-মায়ের সাথে অবস্থান করতে চাই, তাহলে কোন বিষয়গুলো ঠিক করলে আমি তাদের সাথে শরীয়তের দৃষ্টিতে বৈধ ভাবে অবস্থান করতে পারব.? আপনার দিক থেকে সাজেশন চাই শায়খ।
.
ব্যক্তিগতভাবে আমি বাবা-মায়ের সাথে অবস্থান করতে খুবই পছন্দ করি। কিন্তু আমি হারাম দ্বারা আমার জীবন পরিচালিত করতে চাই না। তাই আপনার শরণাপন্ন হওয়া, আপনার ফতোয়ার উপরে আমি আমল করব ইনশাআল্লাহ।