আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাইটে দেখলাম যদি কেউ সাহু সিজদা ওয়াজিব না হওয়ার পরেও সাহু সিজদা দেয় তাহলে দুই সিজদার পরে দিলে সালাত হবে নতুবা হবেনা, আমি দরুদ পড়ার সময় প্রায়ই অর্ধেক পড়লাম নাকি পুরোটা এই নিয়ে দ্বিধায় পড়ে যাই, আজও তাই হয়েছে, এমন হলে কিভাবে সাহু সিজদা দেবো?
আজ আমি তাশাহুদ, দরুদ, দুয়া মাসুরা পড়ে দুইদিকে সালাম ফিরিয়ে সাহু সিজদা দিয়েছি তারপর আর তাশাহুদ দরুদ দুয়া মাসুরা পড়িনি, এতে কি নামাজ হয়েছে?
এই নামাজ যদি কাজা আদায় করা লাগে তাহলে কি যেকোনো সময় আদায় করতে পারবো নাকি আমি যখন উত্তর পাবো তখন তার পরের ওয়াক্তের ওয়াক্তিয়া নামাজের আগে (এক জায়গায় দেখেছিলাম ওয়াক্তিয়া নামাজের আগে কাজা নামাজ আদায় করলে হয়না)