পন্ডস সুপার লাইট জেল নামক একটি প্রসাধনী সামগ্রী ব্যবহার করেছিলাম,গুগলে সার্চ করলাম লিখা যে এই প্রসাধনী টি হালাল নয়, এখানে শুকরের চর্বি নাকি অ্যালকোহল অথবা দুইটি ব্যবহার করা হয়েছে কিনা জানিনা অবশ্য উপাদান তালিকা আছে, এখানে দেওয়া যাচ্ছে না গুগলে সার্চ করলেই পাওয়া যাবে।
১. আমি এই জেলটি মুখে এবং পেটে ব্যবহার করেছিলাম, এবং পরবর্তীতে মুখ ধুয়েছিলাম মুখের পানি শরীরে এবং কাপড়ে লেগেছিল, মুখ থেকে টপ টপ করে পানি পড়েছিল, শরীর এবং কাপড় কি নাপাক হবে? কারণ এখানে যদি হারাম উপাদান ব্যবহার থাকে তাহলে হারাম উপাদানের সাথে তো অন্যান্য উপাদান ও আছে, আর নাপাক হওয়ার ক্ষেত্রে তো একটা মতামত হচ্ছে এক দিরহাম পরিমাণ লাগতে হবে।
২. আমার একটা দাঁত থেকে প্রায়ই রক্ত পরে, তাই আমি বেসিনে কুলি করে পানি বেসিনে ফেলছিলাম এভাবে কয়েকবার কুলি করেছি কুলি করার সময় পানি আমার কাপড়ে এবং ওড়নায় লেগেছে, রক্তের কোন চিহ্ন কাপড়ে নেই,কাপড় কি নাপাক হবে?
৩.১ ওয়াসওয়াসা এর জন্য কেউ যদি নিজেকে কোন কাজ থেকে বিরত রাখার জন্য বলে যে সে যদি এটা করে তাহলে সে মুসলিম না,বা এসব যারা করে তারা মুনাফিক,তাহলে সে কাজ যদি সে করে ফেলে তাহলে কি সে কাফের বা মুনাফিক হয়ে যাবে?
৩.২ এক্ষেত্রে কি তাকে ফরজ গোসল করে শাহাদা পাঠ করতে হবে?