আমি আমার হাজব্যান্ড এবং আমার ভাগ্নী (ননাসের মেয়ে) আমরা একসাথে থাকি।আমার ভাগ্নীর বয়স ১১ বছর কিন্তু বয়স হিসেবে মাশা-আল্লাহ ওর গ্রোথ ভালো এবং যথেষ্ট স্বাস্থ্যবান।ও আমাদের তুলনায় অনেক কমই পরিশ্রম করে এবং মাশা-আল্লাহ শারিরীক অবস্থা ভালো।
অপরদিকে আমার এবং আমার হাজব্যান্ড এর শারীরিক অবস্থা একটু দুর্বল এবং যেহেতু আমি ঘরের রান্নাবান্না এবং বেশিরভাগ কাজ করি/পরিশ্রম করি এবং আমার হাজব্যান্ড বাইরে পরিশ্রম করে এবং ঘরেও মাঝে মাঝে আমাকে সাহায্য করে সে হিসেবে আমাদের শরীরের এনার্জি বেশি খরচ হওয়াতে প্রায়ই সময় আমরা কিছুটা অসুস্থ এবং দুর্বল থাকি।এমনিতেও আমার বিভিন্ন অসুস্থতা আছে,আলহামদুলিল্লাহি আ'লা কুল্লি হা'ল।
ক। কিন্তু ঘরে কোনো খাবার (মাছ,মুরগী কিংবা বিভিন্ন ফল, যেমন: আম ১২ টার মধ্যে একজনে ৪ টা করে ৩ জনে ১২ টা/সমানভাগে খাই) এক্ষেত্রে কি তিনজনের মধ্যে ইনসাফ রক্ষা হবে?
খ। আমরা বেশি পরিশ্রম করার কারণে আমাদের যেহেতু এনার্জি বেশি খরচ হয়,শরীরে যথেষ্ট পুষ্টির ঘাটতি থাকে এবং প্রায়ই অসুস্থ এবং দুর্বল থাকি,সেক্ষেত্রে যদি আমরা ওর থেকে বেশি খাই (যেমন: আম ১২ টায় আমি ৫ টা আমার হাজব্যান্ড ৫ টা/আমরা দুজন মিলে ৯/১০ টা খাই এবং ওরে ২/৩ টা দিই,এতে কি ওর উপর জুলুম করা হবে? (উল্লেখ্য ওর বাবা প্রতি মাসে মাঝে মাঝে সাংসারিক খরচের জন্য টাকা দেয়)
গ। আর যদি আমি এবং আমার হাজব্যান্ড এরকম খাবার (যেগুলো গোটা হিসেব করা যায়) তিনজনের মধ্যে সমানভাগে ভাগ করি,তাহলে কি আমার অথবা আমার হাজব্যান্ডের উপর জুলুম করা হবে? (যেহেতু আমরা বেশি পরিশ্রম করার কারণে ওর তুলনায় আমাদের শরীর অসুস্থ এবং দুর্বল থাকে, এবং শরীরে যথেষ্ট পুষ্টির ঘাটতি থাকে)
জাযাকাল্লাহু খইরন!