ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুসলমানদের চরিত্র এমন হতে পারবে না যে,তাদের কথাবার্তায় অনর্থকতা ও অশ্লীলতা থাকবে।
عَنْ عَبْدِ اللهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلاَ اللَّعَّانِ وَلاَ الفَاحِشِوَلاَ البَذِيءِ.
রাসূলুল্লাহ সাঃ বলেন,মু'মিন কখনো দোষ বর্ণনাকারী, লা'নতকারী,অশালীন বাক্যালাপকারী এবং বেহায়া হতে পারে না।(সুনানু তিরমিযি-১৯৭৭)
সুতরাং প্রত্যেক মুসলমানের জন্য উচিৎ সকল প্রকার মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখা।এবং এর ধারেকাছেও না ঘেষা। কেননা যে ব্যক্তি সীমান্তরেখা বরাবর হাটবে,তার জন্য আশংকা থাকে যে সে সীমান্তরেখা পার হয়ে বিপথগামী হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) শয়তানকে মনে মনে গালি দিলে গোনাহ হবে না।ত
(২) কোনো মুসলমান কে বা কাফেরকে মনে মনে গালি দিলে গোনাহ হবে না।তবে এমন অনর্থক ও বেগুদা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে।
(৩) যাকে গালি দেওয়া হয়েছে, তার কাছে মাফ চাইতে হবে না।
(৪) ফেসবুকে যা উল্টা পাল্টা ভিডিও করে, তাদেরকে গালি দেওয়াটা সমিচিন না।তবে তার কাছে মাফ চাইতে হবে না।