আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,শ্রদ্ধেয় মুফতি সাহেব।
আমার একটি শর্তযুক্ত তালাক সংঘটিত হয়েছিলো(শর্ত পুরা করে ফেলেছিলাম) এবং আবার বিয়ে পড়িয়ে নেই। অতঃপর আরেকদিন আমার ঈমান ভংগ হয়ে যায় এবং আমি জানতাম এতে বিয়েও ভেংগে যায়,তাই আবারও বিয়ে করে নেই আমি ও আমার স্বামী। এর কিছুদিন পর আবারও আরেকটি শর্তযুক্ত তালাক বাস্তবায়ন হয়ে যায় শর্ত পুরা করে ফেলি।
উল্লেখ্যঃপ্রায় প্রতিদিনই স্বামীর সাথে চুম্বন বা হাত ধরাধরি হয়,হায়েয না হলে প্রতি সপ্তাহেই সহবাস হয়। আর আমি শুনেছি,ঈমান চলে গেলে বিয়ে ভাংগে কিন্তু তালাক হয়না। বিয়ে শুধু পরাতে হয়।
১) এই তিন ঘটনার পর তাহলে এখন কি আমরা স্বামী স্ত্রী হিসেবে ঘর সংসার করতে পারবো?(যেহেতু শর্তের তালাক হলে এক তালাকে রেজয়ী জানতাম আমি। এটা আপনাদের সাইট ও আরও এপসের ফাতওয়া থেকে জানা।)
২)এখন আমার স্বামী কয় তালাক এবং কি ধরনের তালাকের মালিক আছেন?
৩) আমার নিম্নলিখিত জ্ঞান কি সঠিক?
-এক তালাকে বায়েন,এক তালাকে রেজয়ী এগুলো আলাদা আলাদাভাবে পরলে প্রতিবার একটি করে তালাক হয় এবং তিনবার পরলে বিবাহ ছিন্ন হয় পুরোপুরি। যেমন-এক তালাকে বায়েন একটি,শর্ত তালাক দুটি-এভাবে মোট তিন তালাক হয়ে বিবাহ ভেংগে যাবে। অথবা,তিনটি পর পর এক তালাকে রেজয়ীতে বিবাহ ছিন্ন হয়ে যাবে একবারে। তিনটি এক তালাকে বায়েন পর পর সংঘটিত হলে(প্রতিবার বিবাহের পুনরায় পরানোর পর) বিবাহ একবারে ছিন্ন হয়ে যাবে।