আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
১)স্বামী দূরে থাকে জব করে,স্ত্রী ঢাকায় বাবার বাড়িতে। বিয়ের পর তুলে নেয়ার অনুষ্ঠান হবে তাই স্বামী ঢাকায় এসে স্ত্রীকে বাবার বাড়ি থেকে তার বাড়িতে আনে অর্থাৎ স্ত্রী শশুরবাড়িতে আসে। মহিলা কলিগ নিয়ে স্ত্রী অসন্তুষ্ট স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া অবস্থায় স্ত্রী নারী কলিগ সম্পর্কে জিগেস করলে স্বামী বলে আমার দরকারে কথা বলতে হয়,তুমি তোমার মতো থাকো। তোমার ভালো না লাগলে চলে যাও। তোমাকে খুলনা নিবো না। (খুলনায় স্বামী নতুন বাসা ভাড়া নিয়েছে স্ত্রীকে নিয়ে যাবার কথা)।মেয়ে কলিগদের সাথে কথা বলি শুধু দরকারে। খুলনা নিচ্ছি না তোমাকে।
এখানে স্ত্রী তালাক চায় নি আগে। তালাক সম্পর্কে স্ত্রী কিছু বলেওনি।
স্বামী আরও বলে,আজকে শশুরবাড়িতে এসেই ঝগড়া লাগায় দিসো,কালই তোমাকে আবার ঐ বাসায় দিয়ে আসবো।(মেয়ের বাবার বাড়ি)
আর শব্দ শুনে শাশুড়ি(স্বামীর মা)হুট করে এসে বলে, এখনো বিয়ের অল্প দিন,তোমরা ঝগড়া করতেসো। বনিবনা না হলে ছাড়াছাড়ি কইরা ফেলো। । কিছুক্ষণ পর স্বামী মাকে(স্বামীর মা) শুনিয়ে বলে, রেগে গিয়ে আবারও বলে নারী কলিগের সাথে আমি তো প্রেমালাপ করি না। ও আমাকে এটা নিয়ে বলতেসে।আমার কি জব করা লাগবে না? স্ত্রীকে বলে,ভালো না লাগলে চলে যাও। তোমার যদি সমস্যা হয়,তুমি যা ইচ্ছা করতে পারো। তুমি আজকে অনেক দিন পর দেখা হইসে এমন করতেসো। (স্বামী অনেকদিন পর স্ত্রীর কাছে আসছে)
স্ত্রী একবারও তালাকের কথা বলেইনি। ইচ্ছাও প্রকাশ করেনি।শুধু একবার স্বামী ও শাশুড়ির সামনে স্বামীকে বলে,আপনি শুধু বলেন শিক্ষিত মেয়ে বিয়ে করসি,শিক্ষিত মেয়ে বিয়ে করসি।তাহলে গ্রামের একটা মেয়ে বিয়ে করতেন। কিন্তু স্ত্রী মোটেও তালাক চায় না,আর তালাক দেন,ছেড়ে দেন এগুলা বলে নি,শুধু তাকে নাজায়েযটা ধরিয়ে দিয়েছে। উপরের এ শব্দগুলোই যথাসম্ভব বলেছে। হুবহু মনে রাখা সম্ভব নয়।
এখানে কি তালাক হয়ে গেছে? আর তালাকের মজলিশ হয়েছে? স্বামী স্ত্রী কি একত্রে ঘর সংসার করতে পারবে?
২)স্বামী আরেকদিন রাগ করে বলেছে,"যা খুশি করো।" এতে তালাক হবে?