আসসালামু আলাইকুম
উস্তাজ আমার হাজবেন্ড প্রায় সময় একজনকে দান করতেন।হাজবেন্ড এর মুখ থেকে:
আমি যে লোককে মসজিদ থেকে সাহায্য করতাম, তা দেখে অন্য আরেকজন, তিনিও এজমার রুগি আমাকে দুইদিন ধরে ডাকতে থাকে। বুঝেছিলাম তিনিও সাহায্য চাচ্ছেন। কিন্তু আমি তার কোনো রিপ্লাই করি নি।
আজ বাজারে যাওয়ার পথে সে লোক চাচা চাচা বলে দৌড়ে আমার পিছু পিছু হাটতে থাকে। আমি বললাম এখন শোনার টাইম নেই। ঐ যে ধারণা করেছিলাম, দান করা দেখে তিনিও আশা করেন দান পাবার। বাজার থেকে ফেরার পথে দেখি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলছে, "আপনি যাকে দান করেন তার চার তালা বাড়ি আছে। ছেলে অটো চালায়। সে আপনার থেকে ভনিতা করে টাকা নেয়। তাকে দিবেন না। তার অবস্থা ভালো"
এরপর নিজের প্রসঙ্গ টেনে বলছেন তার অবস্থা করুণ। এজমার সমস্যা তাকে যেন দান করি।
এমতাবস্থায় আমার অবস্থান কী হবে? কী করণীয়? তাদের আমার প্রতি অতি নির্ভরশীলতা এবং আমার দানের দিক চেয়ে বসে থাকা দেখলে আমার এখন পালাতে ইচ্ছা করে। নামাজ শেষে আমার বের হওয়ার সময় আমার জন্য অপেক্ষা করে, পিঁছু পিঁছু আসে। এগুলো আমাকে বিব্রত করে। তাদের অবস্থা এমন, দান করলাম অবস্থার উন্নতি হল, এমনটা হওয়ার নয়।